Ajker Patrika

১০ কিমি তাড়া করে ৫ গরু ‘চোর’ আটক

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০২
১০ কিমি তাড়া করে ৫ গরু ‘চোর’ আটক

যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১০ কিলোমিটার তাড়া করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে চৌগাছা থানা ও দশপাকিয়া ফাঁড়ির পুলিশ জানিয়েছে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বুড়িন্দিয়া ও রঘুনাথপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। গতকাল বুধবার তাঁদের যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সিএবি কেদারগঞ্জ গ্রামের বাদল, দৌলতদিয়া বঙ্গজপাড়া গ্রামের হাসিব, চুয়াডাঙ্গার জীবননগর টিঅ্যান্ডটি পাড়ার মিলন হোসেন, দর্শনার পারকৃষ্ণপুরের ওলিউল্লাহ এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দহ গ্রামের রাতুল হাসান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, চোরেরা ঝিকরগাছার অমৃতবাজারে গরু চুরির উদ্দেশ্যে যায়। চুরির বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসী চোরদের ঘিরে ফেলেন। এ সময় চোরেরা তাঁদের ব্যবহৃত ট্রাকে চড়ে গ্রামবাসীদের মধ্য দিয়ে বেপরোয়াভাবে চালিয়ে চৌগাছা-ঝিকরগাছা সড়ক ধরে চৌগাছার দিকে পালানোর চেষ্টা করেন।

পালানোর পথে চৌগাছার দশপাকিয়া ফাঁড়ির পুলিশ চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া বাজারে তাঁদের আটকানোর চেষ্টা করে। সেখানেও তাঁরা বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে উপজেলার বুড়িন্দিয়া গ্রামের পাকা রাস্তা ধরে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের পেছন থেকে তাড়া করে এবং স্থানীয়দের দিয়ে সড়কের ওপর বেঞ্চ ও গাছের গুঁড়ি ফেলে আটকানোর চেষ্টা করলে চোরেরা বেঞ্চ ও গাছের ওপর দিয়ে ট্রাক চালিয়ে পালানোর চেষ্টাকালে একটি ঘরের ওপর দিয়ে চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ট্রাক ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় আহত চোর ট্রাক চালক বাদল ও চোর হাসিবকে এবং পরে অন্যদের আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত