সিকৃবিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০৭: ০৯
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬: ০০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান ফটকের আশপাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমশুরু হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায় অবৈধ দোকানপাট বসিয়ে ব্যবসা চালানো হচ্ছিল।

অবৈধ এসব দোকানপাটে সন্ধ্যার পর সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে তরুণ-তরুণীরা জড়ো হন। অনেকে মাদক সেবনসহ অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বারবার বলা হলেও ব্যবসায়ীরা কানে তুলছিলেন না। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিলে জেলা প্রশাসন ও সিলেট মহানগর পুলিশের নির্দেশনা মেনে দোকান মালিকেরা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বাধ্য হলেন।

এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মালেক বলেন, করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় এসব স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়। এসব স্থাপনার ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছিল। পাশাপাশি প্রধান ফটক সংলগ্ন এলাকায় হওয়ায় দৃষ্টিকটু লাগছিল। এসব বিষয় বিবেচনায় সরকারি সহায়তায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত