গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিসে দুই তরুণের মাথা ন্যাড়া করে আলকাতরা মাখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী এক তরুণ বাদী হয়ে মামলাটি করেন।
আদালত মামলাটি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন-গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সায়েম গাজী, স্থানীয় বাসিন্দা হাদি হাওলাদার এবং হজরত হাওলাদার।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার চরবাংলা গ্রামের তাহিদুলের বিয়ে ছিল। বিয়েতে বরযাত্রী হিসেবে ওই দুই তরুণ চরবাংলা থেকে চরমহিউদ্দিন গ্রামের নুরু সর্দারের বাড়িতে যান। বিয়ে বাড়িতে এক কিশোরীর সঙ্গে ওই তরুণ কথা বলেন। বিষয়টি কিশোরীর ভাই দেখে তাঁদের দুজনকে মারধর করেন। পরে স্থানীয় ইউপি সদস্য সায়েম গাজী সালিস বসিয়ে হাদি হাওলাদার ও হজরত হাওলাদার ওই তরুণের মাথা ন্যাড়া করে আলকাতরা মেখে এলাকা থেকে বের করে দেন।
মামলার বাদীর বাবা লিটন গাজী বলেন, ‘আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকত তাহলে আমাকে বা আইনের কাছে দিত। তা না করে এ ঘটনা ঘটানোর ফলে আমি ও আমার পরিবারের কেউ লজ্জায় রাস্তায় বেড় হতে পারছি না।’
অভিযুক্ত ইউপি সদস্য সায়েম গাজী বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিসে দুই তরুণের মাথা ন্যাড়া করে আলকাতরা মাখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী এক তরুণ বাদী হয়ে মামলাটি করেন।
আদালত মামলাটি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন-গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সায়েম গাজী, স্থানীয় বাসিন্দা হাদি হাওলাদার এবং হজরত হাওলাদার।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার চরবাংলা গ্রামের তাহিদুলের বিয়ে ছিল। বিয়েতে বরযাত্রী হিসেবে ওই দুই তরুণ চরবাংলা থেকে চরমহিউদ্দিন গ্রামের নুরু সর্দারের বাড়িতে যান। বিয়ে বাড়িতে এক কিশোরীর সঙ্গে ওই তরুণ কথা বলেন। বিষয়টি কিশোরীর ভাই দেখে তাঁদের দুজনকে মারধর করেন। পরে স্থানীয় ইউপি সদস্য সায়েম গাজী সালিস বসিয়ে হাদি হাওলাদার ও হজরত হাওলাদার ওই তরুণের মাথা ন্যাড়া করে আলকাতরা মেখে এলাকা থেকে বের করে দেন।
মামলার বাদীর বাবা লিটন গাজী বলেন, ‘আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকত তাহলে আমাকে বা আইনের কাছে দিত। তা না করে এ ঘটনা ঘটানোর ফলে আমি ও আমার পরিবারের কেউ লজ্জায় রাস্তায় বেড় হতে পারছি না।’
অভিযুক্ত ইউপি সদস্য সায়েম গাজী বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে