বিনোদন ডেস্ক
পর্দার সামনে কিংবা পেছনে, প্রতিবছর বলিউডে আগমন ঘটে স্টারকিডদের। এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় কম আর বেশি। এবার পর্দায় অভিষেকের প্রহর গুনছেন দুই খানপুত্র। একজন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, অন্যজন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। ইব্রাহিমের অভিষেক পর্দার সামনে হলেও আরিয়ানের অভিষেক হচ্ছে পর্দার পেছনের কারিগর হিসেবে।
আরিয়ান বরাবরই পরিচালনার কাজেই মন দিতে চেয়েছিলেন। এবার তাঁর স্বপ্নপূরণের পালা। কোনো সিনেমা নয়, ওয়েব সিরিজ দিয়েই নির্মাতা হিসেবে পর্দায় যাত্রা শুরু করছেন আরিয়ান। ‘স্টারডম’ নামের ওয়েব সিরিজে উঠে আসবে ফিল্ম ইন্ডাস্ট্রির নেপথ্যের গল্প। সিরিজের চিত্রনাট্যও লিখেছেন আরিয়ান। চমক রয়েছে আরও। সিরিজটিতে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিংকে। ছয় পর্বে ভাগ করা থাকবে এই সিরিজ। জানা গেছে, পুরো সিরিজে নয়, শাহরুখ ও রণবীরকে দেখা যাবে দুটি ভিন্ন ভিন্ন পর্বে, ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই খুব উৎসাহী জুনিয়র খানের নির্দেশনায় কাজ করার ব্যাপারে। শিগগিরই শুটিং শুরু হবে সিরিজটির।
অন্যদিকে, মা-বাবা ও বোনের পথ ধরে অভিনয় দিয়েই বলিউডে আগমন ঘটছে ইব্রাহিম আলী খানের। ইতিমধ্যে নিজের প্রথম সিনেমার শুটিং শেষ করেছেন ইব্রাহিম। এমনটাই জানিয়েছেন তাঁর বোন সারা আলী খান। কোনো রোমান্টিক ঘরানার গল্প নয়, একেবারেই বাস্তবধর্মী গল্পের সিনেমা দিয়েই অভিনেতা হিসেবে জার্নি শুরু করছেন সাইফপুত্র। ‘সরেজমিন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন বলিউড অভিনেতা বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মালয়ালম সিনেমা ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীকে কেন্দ্র করে চিত্রনাট্য তৈরি করা হয়েছে সিনেমাটির। এতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল এবং দক্ষিণি অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। তবে সিনেমায় ইব্রাহিমের চরিত্রের ধরন কিংবা তাঁর বিপরীতে কে অভিনয় করছেন, এসব কিছুই প্রকাশ করা হয়নি। সিনেমাটি নির্মাণ করেছে ধর্ম প্রোডাকশন। শিগগিরই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও প্রচারণা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠান।
পর্দার সামনে কিংবা পেছনে, প্রতিবছর বলিউডে আগমন ঘটে স্টারকিডদের। এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় কম আর বেশি। এবার পর্দায় অভিষেকের প্রহর গুনছেন দুই খানপুত্র। একজন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, অন্যজন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। ইব্রাহিমের অভিষেক পর্দার সামনে হলেও আরিয়ানের অভিষেক হচ্ছে পর্দার পেছনের কারিগর হিসেবে।
আরিয়ান বরাবরই পরিচালনার কাজেই মন দিতে চেয়েছিলেন। এবার তাঁর স্বপ্নপূরণের পালা। কোনো সিনেমা নয়, ওয়েব সিরিজ দিয়েই নির্মাতা হিসেবে পর্দায় যাত্রা শুরু করছেন আরিয়ান। ‘স্টারডম’ নামের ওয়েব সিরিজে উঠে আসবে ফিল্ম ইন্ডাস্ট্রির নেপথ্যের গল্প। সিরিজের চিত্রনাট্যও লিখেছেন আরিয়ান। চমক রয়েছে আরও। সিরিজটিতে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিংকে। ছয় পর্বে ভাগ করা থাকবে এই সিরিজ। জানা গেছে, পুরো সিরিজে নয়, শাহরুখ ও রণবীরকে দেখা যাবে দুটি ভিন্ন ভিন্ন পর্বে, ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই খুব উৎসাহী জুনিয়র খানের নির্দেশনায় কাজ করার ব্যাপারে। শিগগিরই শুটিং শুরু হবে সিরিজটির।
অন্যদিকে, মা-বাবা ও বোনের পথ ধরে অভিনয় দিয়েই বলিউডে আগমন ঘটছে ইব্রাহিম আলী খানের। ইতিমধ্যে নিজের প্রথম সিনেমার শুটিং শেষ করেছেন ইব্রাহিম। এমনটাই জানিয়েছেন তাঁর বোন সারা আলী খান। কোনো রোমান্টিক ঘরানার গল্প নয়, একেবারেই বাস্তবধর্মী গল্পের সিনেমা দিয়েই অভিনেতা হিসেবে জার্নি শুরু করছেন সাইফপুত্র। ‘সরেজমিন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন বলিউড অভিনেতা বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মালয়ালম সিনেমা ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীকে কেন্দ্র করে চিত্রনাট্য তৈরি করা হয়েছে সিনেমাটির। এতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল এবং দক্ষিণি অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। তবে সিনেমায় ইব্রাহিমের চরিত্রের ধরন কিংবা তাঁর বিপরীতে কে অভিনয় করছেন, এসব কিছুই প্রকাশ করা হয়নি। সিনেমাটি নির্মাণ করেছে ধর্ম প্রোডাকশন। শিগগিরই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও প্রচারণা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠান।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪