আর্চারিতে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রুবেল-দিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০৯: ২৬
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ২১

মাঠের দুই প্রান্তে তখন চরম উত্তেজনা। একদিকে আর্মি স্টেডিয়ামের মিডিয়া বক্সে ঘামছেন সাংবাদিকেরা, অন্যপ্রান্তে খেলোয়াড় টেন্টে উত্তেজনা মাথায় নিয়ে চুপ করে বসে বাংলাদেশি তিরন্দাজরা। শেষ তিরটা নিখুঁত নিশানায় দশের ঘরে বিদ্ধ করে সাফল্যে হাত ছুড়লেন দিয়া সিদ্দিকী, জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ আনন্দে উঠলেন লাফিয়ে। দূর থেকে বাংলাদেশ শিবিরে আনন্দ-উল্লাস দেখেই বোঝা গেল সোনা জয়ের পথে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে হাকিম আহমেদ রুবেল-দিয়া সিদ্দিকী জুটি।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের গতকালের সকালটা বাংলাদেশের শুরুটা হয়েছিল সাফল্যের হাসি দিয়ে। বেলা গড়াতে গড়াতে তা রূপ নিল হৃদয়ভাঙার গল্পে। ছেলেদের রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকে হেরে বসেছিলেন রোমান সানা, রুবেল ও রাম কৃষ্ণ সাহারা। মেয়েদের দলীয় রিকার্ভ ইভেন্টেও দিয়া, বিউটি রায় ও নাসরিন আক্তাররা হারলেন কোরিয়ার কাছে। দলীয় কম্পাউন্ড ইভেন্টের শেষ চারের ম্যাচেও হার বাংলাদেশের ছেলেদের। সোনা জয়ের জন্য শুধু রিকার্ভের মিক্সড ইভেন্টটাই বাকি ছিল। ভারতের সঙ্গে সেমিফাইনালে স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর সেই ইভেন্টেই রুবেল-দিয়া দিলেন বাংলাদেশকে নিশ্চিত পদকের সুসংবাদ।

অথচ ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিলের কাছে প্রথম সেটটা হেরে বসেছিলেন রুবেল-দিয়া। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে নেয় বাংলাদেশ। চতুর্থ সেট হারায় খেলা গড়াল শেষ সেটে। রুবেল-দিয়া করলেন বাজিমাত। দুজনের তির নিশানা ভেদ করল ঠিক দশের ঘরে। ভারতের স্কোর ১৯। দলীয় ইভেন্টে ছেলেদের ভারতের কাছে হারের বদলা নিয়ে ফাইনালে রুবেল-দিয়া। প্রতিপক্ষ শক্তিশালী কোরিয়া। আগামী পরশু শুক্রবার হবে সোনা জয়ের লড়াই।

কোরিয়া টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদেরকে হারিয়ে সোনা জয়ের স্বপ্ন দিয়ার, ‘নিজেদের ঘরে টুর্নামেন্ট, তাই সবার স্বপ্ন ছিল বাংলাদেশ যেন একটা পদক পায়। আজকে (গতকাল) যেভাবে খেললাম সেভাবে খেললে আমরা কোরিয়াকেও হারাতে পারব।’ আর দিয়ার আত্মবিশ্বাস দেখে নিজেও ভালো করার তাগিদ পেয়েছেন বলে জানালেন রুবেল, ‘দিয়া সবগুলো খেলাতেই ভালো করছিল। তার ওপর আমার বিশ্বাস ছিল। ভাবছিলাম হয়তো এমন সুযোগ আর না-ও আসতে পারে, তাই সেরাটা দিয়েই খেলেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত