Ajker Patrika

টিকা নিলেন ফাইজারের সনদ এল সিনোফার্মার!

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ০১
টিকা নিলেন ফাইজারের সনদ এল সিনোফার্মার!

করোনার টিকা নিয়ে সনদ হাতে পেয়ে হতভম্ব এক টিকাগ্রহীতা। তিনি ফাইজারের টিকা নিলেও সনদ এসেছে সিনোফার্মার। টিকার সঙ্গে সনদের গরমিল থাকায় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাননি মো. মহিম মিয়া। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নতুন কৃষ্ণনগর গ্রামের রুশন আলীর ছেলে।

জানা গেছে, সুনামগঞ্জ সরকারি কলেজে পড়াশোনার সুবাদে মহিম মিয়া দীর্ঘদিন ধরে জেলা শহরের বরপাড়ায় অবস্থান করছেন। গত ২০ আগস্ট অনলাইনে তিনি টিকার নিবন্ধন করেন। পরে মুঠোফোনে এসএমএস এলে মহিম মিয়া গত ৩১ অক্টোবর ও ২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর হাসপাতাল কেন্দ্রে ফাইজারের টিকা নেন। টিকাকার্ডেও একই টিকার নাম উল্লেখ করা। কিন্তু অনলাইন থেকে পাওয়া টিকা সনদে দেখতে পান তিনি সিনোফার্মার টিকা নিয়েছেন।

মহিম মিয়া বলেন, ‘আমি দুই দফা ফাইজারের টিকা নিয়েছি। সে সময় টিকাকেন্দ্রের দায়িত্বশীল স্বাস্থ্যকর্মীরাও টিকাকার্ডে তাই উল্লেখ করেছেন। কিন্তু এখন আমি টিকা সনদ ডাউনলোড করে দেখি এখানে সিনোফার্মার নাম এসেছে। এই গরমিল দেখে আমি হতবাক। এরপরই আমি টিকাকেন্দ্রে দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা জানিয়েছেন, এখানে তাঁদের কিছুই করার নেই।’

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, ‘এটা হয়তো অনলাইনে আপডেটের সময় ভুল হয়েছে। ভুক্তভোগী যেখানে টিকা নিয়েছেন সেখানে তাঁর টিকাকার্ড নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এটা সংশোধন করে দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত