ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
সেলিনা আক্তার ময়মনসিংহের ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (সেবিকা)। তিনি গত ৩০ বছরে প্রায় ১০ হাজার প্রসূতির নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করেছেন।
আজ বিশ্ব নার্স দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন হাসপাতালে এ দিবসটি পালন করা হবে। এ দিবস সামনে রেখেই সেলিনা হোসেনের সেবার তথ্য তুলে ধরা হয়েছে।
জানা গেছে, সেলিনা আক্তারের সেবাদান এখানকার সবার মুখে মুখে আলোচিত। নরম মেজাজের এ সেবিকা করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। করোনার সময় যখন মৃত্যুর ভয়ে কেউ ঘর থেকে বের হতে চাননি, তখন তিনি করোনা প্রতিরোধক টিকা নিয়ে ছুটেছেন। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরও দিয়েছেন টিকা।
এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যসেবা নেওয়া হোসনে আরা বলেন, ‘এই হাসপাতালে সেলিনা আপার পুত্রবধূ শাহিদা আক্তারও নার্স হিসেবে কাজ করছেন। তারা আমাদের ভরসারস্থল। পরিবারের যেকোনো সমস্যায় চিকিৎসা নিতে এলে তাঁদের আন্তরিকতা ও সেবার মানসিকতা মুগ্ধ করে।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, সেলিনা আক্তার সিনিয়র স্টাফ নার্স। মিডওয়াইফ দায়িত্ব পাওয়ার আগে উনাদের দ্বারাই ডেলিভারি সম্পন্ন হতো। সে সময় উনিই বেশির ভাগ ডেলিভারি করাতেন। বর্তমানে এ হাসপাতালে মাসে গড়ে ৯০ থেকে ১০০টি ডেলিভারি হচ্ছে। এর প্রায় ৮০ শতাংশই নরমাল ডেলিভারি। দীর্ঘ এই সময়ে সেলিনা আক্তার অন্তত ১০ হাজার ডেলিভারি করিয়েছেন।
সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার বলেন, ‘মানুষকে সেবা দিতে আমার অনেক ভালো লাগে। কী পেলাম, না পেলাম এটা কোনো বিষয় নয়। চাকরিজীবনের পুরুটাই মানুষকে সেবা দিয়েছি। আর দুই বছর চাকরির সময় আছে। সে সময়টাও আল্লাহ যদি সুস্থ রাখেন মানুষের সেবা করেই যাব। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমার হাসপাতালে সেলিনা আক্তার সিনিয়র নার্স। তিনি হাসিমুখে সব কাজ সময়মতো করে থাকেন। নরমাল ডেলিভারিতে তিনি একজন আদর্শ নার্স হয়ে উঠেছেন।’
সেলিনা আক্তার ময়মনসিংহের ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (সেবিকা)। তিনি গত ৩০ বছরে প্রায় ১০ হাজার প্রসূতির নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করেছেন।
আজ বিশ্ব নার্স দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন হাসপাতালে এ দিবসটি পালন করা হবে। এ দিবস সামনে রেখেই সেলিনা হোসেনের সেবার তথ্য তুলে ধরা হয়েছে।
জানা গেছে, সেলিনা আক্তারের সেবাদান এখানকার সবার মুখে মুখে আলোচিত। নরম মেজাজের এ সেবিকা করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। করোনার সময় যখন মৃত্যুর ভয়ে কেউ ঘর থেকে বের হতে চাননি, তখন তিনি করোনা প্রতিরোধক টিকা নিয়ে ছুটেছেন। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরও দিয়েছেন টিকা।
এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যসেবা নেওয়া হোসনে আরা বলেন, ‘এই হাসপাতালে সেলিনা আপার পুত্রবধূ শাহিদা আক্তারও নার্স হিসেবে কাজ করছেন। তারা আমাদের ভরসারস্থল। পরিবারের যেকোনো সমস্যায় চিকিৎসা নিতে এলে তাঁদের আন্তরিকতা ও সেবার মানসিকতা মুগ্ধ করে।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, সেলিনা আক্তার সিনিয়র স্টাফ নার্স। মিডওয়াইফ দায়িত্ব পাওয়ার আগে উনাদের দ্বারাই ডেলিভারি সম্পন্ন হতো। সে সময় উনিই বেশির ভাগ ডেলিভারি করাতেন। বর্তমানে এ হাসপাতালে মাসে গড়ে ৯০ থেকে ১০০টি ডেলিভারি হচ্ছে। এর প্রায় ৮০ শতাংশই নরমাল ডেলিভারি। দীর্ঘ এই সময়ে সেলিনা আক্তার অন্তত ১০ হাজার ডেলিভারি করিয়েছেন।
সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার বলেন, ‘মানুষকে সেবা দিতে আমার অনেক ভালো লাগে। কী পেলাম, না পেলাম এটা কোনো বিষয় নয়। চাকরিজীবনের পুরুটাই মানুষকে সেবা দিয়েছি। আর দুই বছর চাকরির সময় আছে। সে সময়টাও আল্লাহ যদি সুস্থ রাখেন মানুষের সেবা করেই যাব। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমার হাসপাতালে সেলিনা আক্তার সিনিয়র নার্স। তিনি হাসিমুখে সব কাজ সময়মতো করে থাকেন। নরমাল ডেলিভারিতে তিনি একজন আদর্শ নার্স হয়ে উঠেছেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে