Ajker Patrika

পৌর মেয়রের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩: ৫২
পৌর মেয়রের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

নড়াইলে ছাত্রলীগের কয়েক নেতা-কর্মীর বিরুদ্ধে পৌর মেয়রের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার নড়াইল পৌরসভায় এ ঘটনা ঘটে। পরে নড়াইল পৌর পরিষদ তাৎক্ষণিক জরুরি সভা ডাকে। সভায় ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না করলে পৌর এলাকার পানি ও সড়কের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

পরবর্তীতে অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। গত মঙ্গলবার বিকেলে মেয়রের সভা কক্ষে মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে জরুরি সভায় প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক, প্যানেল মেয়র-২ রেজাউল বিশ্বাস, কাউন্সিলর শরফুল আলম লিটু, সচিব ওয়াবুল আলম, নির্বাহী প্রকৌশলী কবির হাসান, হিসাবরক্ষক মো. সাইফুজ্জামানসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা আজকের পত্রিকা প্রতিনিধিকে বলেন, ‘ গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভায় গিয়ে নিজ কক্ষে বসে প্যানেল মেয়র কাজী জহিরুল হকের সঙ্গে সম্প্রতি পৌরসভার হাট-বাজার, বাস টার্মিনালসহ ৫টি গ্রুপের দরপত্র নিয়ে কথা বলছিলাম। এ সময় পাশের চেয়ারে অবস্থান করা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, ছাত্রলীগ কর্মী উচ্ছ্বাস ও শাওন উচ্চ স্বরে বলতে থাকেন আমি নাকি এসব কাজ থেকে ঠিকাদারদের কাছ থেকে ৫০% টাকা ভাগ নিয়েছি। একপর্যায়ে তাঁরা আমাকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এ ধরনের মিথ্যাচার ছড়াচ্ছেন এবং তাঁর সমর্থিত কিছু ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী আমার সঙ্গে এ ধরনের আচরণ করেছেন। বিষয়টি পৌর পরিষদের পক্ষ থেকে নড়াইল-২ আসনের সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হচ্ছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব।

এ ব্যাপারে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পৌরসভায় গিয়েছিলাম হাটবাজার দরপত্রের ৩টি কাজের বিডি ফেরত আনতে। সেখানে কিছু বিষয়ে কথাকাটাকাটি হয়েছে। কিন্তু মেয়র মহোদয়ের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ আমরা করিনি।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির আজকের পত্রিকাকে বলেন, ‘নড়াইল পৌর মেয়র আমাকে ফোনে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত