Ajker Patrika

কড়া নিরাপত্তায় আজ ভোট

যশোর ও কেশবপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ৩৩
কড়া নিরাপত্তায় আজ ভোট

পঞ্চম ধাপে যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ বুধবার। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই উপজেলায় ১৪টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। কেন্দ্রে দায়িত্বের পাশাপাশি পুলিশের ১০৪ টহল দল ও ২২টি স্ট্রাইকিং দলকে নির্বাচনী এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠে থাকবেন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ছাড়া ২ হাজার ৮৩৫ জন পুলিশ সদস্য এবং ৫ হাজার ৪১৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব, পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য মাঠে থাকবেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, যশোর সদরের ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১ জন। এ ছাড়া ১৮৫ জন সংরক্ষিত নারী সদস্য এবং ৭১ জন সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেশবপুরের ১১ ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৮ জন। এ ছাড়া ১২২ জন সংরক্ষিত নারী সদস্য এবং ৩৯৩ জন সাধারণ সদস্য পদে ভোটে লড়ছেন।

সব মিলে দুই উপজেলার ২৬টি ইউনিয়নে ১২৯ জন চেয়ারম্যান, ৩০৭ জন সংরক্ষিত নারী সদস্য এবং ১ হাজার ৯৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণে যশোর সদরের ১৫ ইউপিতে ভোটকেন্দ্র রয়েছে ২১৫ টি। এখানে ২১৫ জন প্রিসাইডিং, ১ হাজার ১৬৬ জন সহকারী প্রিসাইডিং ও ২ হাজার ৩৩২ জন পোলিং এজেন্টসহ মোট ৩ হাজার ৭১৩ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

অপর দিকে কেশবপুরের ১১ ইউপিতে ১০৪ কেন্দ্রে ভোট নেওয়া হবে। এখানে ১ হাজার ৬২৮ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, যশোর সদরে মোট ৪ লাখ ২১ হাজার ৭৩১ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৭৫৮ জন পুরুষ এবং ২ লাখ ৮ হাজার ৯৭৩ জন নারী ভোটার রয়েছেন।

এ ছাড়া কেশবপুরে ১১ ইউপিতে ভোটারের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন। এর মধ্যে ৯৪ হাজার ২০৮ জন পুরুষ এবং ৯১ হাজার ৭৫৭ জন নারী ভোটার রয়েছেন।

যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুরের পর থেকেই নির্বাচন অফিস থেকে স্ব স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে সেগুলো কেন্দ্রে নিয়ে যান। বুধবার (আজ) সকালে ভোট শুরুর আগেই তা স্ব স্ব ভোট কক্ষে পৌঁছে দেওয়া হবে।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাংগীর আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুটি উপজেলাতে ১৪ তল্লাশি চৌকি বসানো হয়েছে। কেন্দ্রে দায়িত্বের পাশাপাশি পুলিশের ১০৪টি মোবাইল টিম ও ২২টি স্ট্রাইকিং টিম নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘যশোর সদর ও কেশবপুরের ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত