হোসেন রায়হান, পঞ্চগড়
পঞ্চগড় জেলা শহরের পৌর ভবনের সামনে গড়ে উঠেছে আসবাবের অস্থায়ী বাজার। মহাসড়কের ধারে এই বাজারে নিজেদের তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শতাধিক পরিবার। এ ছাড়া কম দামে ঘরের বিভিন্ন সামগ্রী পাওয়া যাওয়ায় নিম্নমধ্যবিত্তের মানুষ এখানে বেশি আসেন।
অস্থায়ী আসবাবের বাজারে প্রতিটি খাট পাওয়া যায় ১ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে, শোকেস ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায়, ড্রেসিং টেবিল ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়, টেবিল ৩০০ টাকা থেকে ১ হাজার টাকায়, চেয়ার প্রতি জোড়া ৫০০ থেকে ১ হাজার টাকা, আলনা ২৫০ থেকে ৫০০ টাকা, দরজা ৩০০ থেকে ২ হাজার টাকা, চৌকি ৪০০ থেকে ১ হাজার টাকা।
কাঠ দিয়ে কম দামের মধ্যে আসবাবের চাহিদা বাড়ায় জেলা সদরের ফকিরের হাট সরকারপাড়া গ্রামে মিস্ত্রিপাড়া গ্রামের শতাধিক বাড়িতে তৈরি হয় এসব রেডিমেড আসবাব। এখানে পাঁচ শতাধিক নারী-পুরুষ একসঙ্গে কাজ করেন।
বোদা উপজেলার মাঝগ্রামের মোহাম্মদ আলী জানান, বাড়িতে প্রতি মাসে তিনি ২০টি আলমারি বানান। এখানে কাজ করেন ৮ শ্রমিক। তাঁদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন। হাটে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত একটি ভ্যান গাড়ি রয়েছে। প্রতি মাসে খরচ বাদ দিয়ে ১৫-২০ হাজার টাকা আয় হয়।
পঞ্চগড় জেলা শহরের পৌর ভবনের সামনে গড়ে উঠেছে আসবাবের অস্থায়ী বাজার। মহাসড়কের ধারে এই বাজারে নিজেদের তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শতাধিক পরিবার। এ ছাড়া কম দামে ঘরের বিভিন্ন সামগ্রী পাওয়া যাওয়ায় নিম্নমধ্যবিত্তের মানুষ এখানে বেশি আসেন।
অস্থায়ী আসবাবের বাজারে প্রতিটি খাট পাওয়া যায় ১ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে, শোকেস ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায়, ড্রেসিং টেবিল ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়, টেবিল ৩০০ টাকা থেকে ১ হাজার টাকায়, চেয়ার প্রতি জোড়া ৫০০ থেকে ১ হাজার টাকা, আলনা ২৫০ থেকে ৫০০ টাকা, দরজা ৩০০ থেকে ২ হাজার টাকা, চৌকি ৪০০ থেকে ১ হাজার টাকা।
কাঠ দিয়ে কম দামের মধ্যে আসবাবের চাহিদা বাড়ায় জেলা সদরের ফকিরের হাট সরকারপাড়া গ্রামে মিস্ত্রিপাড়া গ্রামের শতাধিক বাড়িতে তৈরি হয় এসব রেডিমেড আসবাব। এখানে পাঁচ শতাধিক নারী-পুরুষ একসঙ্গে কাজ করেন।
বোদা উপজেলার মাঝগ্রামের মোহাম্মদ আলী জানান, বাড়িতে প্রতি মাসে তিনি ২০টি আলমারি বানান। এখানে কাজ করেন ৮ শ্রমিক। তাঁদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন। হাটে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত একটি ভ্যান গাড়ি রয়েছে। প্রতি মাসে খরচ বাদ দিয়ে ১৫-২০ হাজার টাকা আয় হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে