Ajker Patrika

পরীক্ষামূলক পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ২১
পরীক্ষামূলক পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

আসন্ন পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আজ (মঙ্গলবার) থেকে পরীক্ষামূলক পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনকে পর্যটক পরিবহনের পাশাপাশি চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন।

গতকাল সোমবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী।

সেন্টমার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী জসিম উদ্দিন শুভ জানান, দীর্ঘ দিন পর জাহাজ চলাচল শুরু করবে। এটি দ্বীপবাসীর জন্য আনন্দের সংবাদ। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তাদের আবাসিক হোটেল ও কটেজগুলো সাজিয়ে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জেটি পরিপূর্ণ মেরামত শেষ হয়নি। তবে দুই দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানান তিনি।

কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে জাহাজের প্রায় সব টিকিট বুকিং হয়েছে। বেশ কয়েক দিন আগে থেকে অনলাইনের মাধ্যমে বুকিং শুরু করে ভ্রমণপিপাসুরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘প্রতি বছর অক্টোবর মাসের শেষদিকে জাহাজ চলাচল শুরু হলেও এবার পর্যটক ওঠানামার জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শেষ করতে গিয়ে কিছুটা সময় লাগে। আশা করছি মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে এটি শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে নৌপথে পর্যটক পরিবহন শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত