৯৪ শিক্ষকের পদ শূন্য ব্যাহত হচ্ছে পাঠদান

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২২, ০৭: ০৮
আপডেট : ১১ মে ২০২২, ১৫: ০৪

নোয়াখালীর চাটখিল উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২০টি প্রধান শিক্ষকসহ ৯৪টি শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান। এ ছাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষা অফিসের লোকবল-সংকট থাকায় অফিসের কার্যক্রমও চলছে ধীরগতিতে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১৭টি স্কুলের মধ্যে ২০টি স্কুলের প্রধান শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া ৭৪ জন সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন শূন্য রয়েছে। এদিকে ছয়জন উপজেলা সহকারী শিক্ষা অফিসারের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র দুজন।

ফলে দুজনের পক্ষে এতগুলো বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম তদারকি করা সম্ভব হয় না। এদিকে উপজেলা শিক্ষা অফিসে পাঁচজন কর্মচারী মধ্যে দুটি পদ শূন্য রয়েছে। এতে করে প্রশাসনিক কার্যক্রম যথাসময়ে করা সম্ভব হয় না। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে।

চাটখিলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, অনেক বিদ্যালয়ের ৮ জন শিক্ষকের স্থলে দুই থেকে তিনজন শিক্ষক দিয়ে চলছে শ্রেণিকক্ষে পাঠদান। শিক্ষক-সংকট থাকায় পাঠদানে মারাত্মকভাবে হিমশিম খেতে হচ্ছে কয়েকজন শিক্ষককে। ফলে যতগুলো ক্লাস নেওয়া দরকার, তা নেওয়া সম্ভব হচ্ছে না অনেক বিদ্যালয়ে।

নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ে ৮ জন শিক্ষকের স্থলে আমরা তিনজন শিক্ষক ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের যথাযথ পাঠদান ব্যাহত হচ্ছে।’

হাটপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ফখরুল ইসলামসহ একাধিক অভিভাবক আজকের পত্রিকাকে বলেন, করোনার কারণে শিক্ষা কার্যক্রম প্রায় দুই বছর বন্ধ ছিল। বর্তমানে পাঠদান শুরু হয়েছে। তবে শিক্ষক-সংকটের কারণে শ্রেণিকক্ষে পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

এদিকে পৌর শহরের সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাকালে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল। এখন আমরা বিদ্যালয় যাচ্ছি। আমাদের শিক্ষক মাত্র তিনজন হওয়ার কারণে কখনো ঘণ্টা হয়, আবারও কখনো ঘণ্টা হচ্ছে না।’

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা এহছানুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। তবে কোনো কাজ হচ্ছে না। শিক্ষা কর্মকর্তা আরও বলেন, নতুন নিয়োগ দেওয়া ছাড়া এ সমস্যার সমাধান হচ্ছে না। তবে শিগগিরই শিক্ষক নিয়োগ দিলে এ সংকট সমাধান হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত