Ajker Patrika

অবশেষে বাতি জ্বলল শেখ হাসিনা সেতুতে

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১৫: ৩৫
অবশেষে বাতি জ্বলল শেখ হাসিনা সেতুতে

গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুতে অবশেষে বাতি জ্বলেছে। তবে এখনো কিছু বাতি নষ্ট হয়ে আছে। এগুলো দ্রুত ঠিক করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর বাতিগুলো প্রায় তিন মাস ধরে নষ্ট হয়েছিল। এতে রাতে সেতু দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা। সেই সঙ্গে অন্ধকারে মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে আজকের পত্রিকায় ২৬ মে সংবাদ প্রকাশিত হলে তা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি জানান, কয়েক দিন আগে পত্রিকায় খবর প্রকাশের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের লোকজন এসে সেতুর কিছু বাতি জ্বালানোর ব্যবস্থা করেন। বাকিগুলো নষ্ট হওয়ায় জ্বালানো সম্ভব হয়নি।

উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ‘আমরা কিছুদিন আগে সেতুর বাতিগুলো জ্বালানোর ব্যবস্থা করেছি। কিছু বাতি নষ্ট হওয়ায় জ্বালানো সম্ভব হয়নি। নষ্ট বাতিগুলো ঠিক করার জন্য আমরা খরচের হিসাব তৈরি করে ঢাকা অফিসে পাঠিয়েছি। বাজেট এলেই বাতিগুলো ঠিক করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত