Ajker Patrika

সহকারী কমিশনারের ‘দুর্নীতি’ তদন্তে এনবিআরের কমিটি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
সহকারী কমিশনারের ‘দুর্নীতি’ তদন্তে এনবিআরের কমিটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনে কর্মরত সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসানের দুর্নীতির অভিযোগ তদন্তে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি কমিটি গঠন করেছে।

আলী আহসান দিনাজপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট দপ্তরে কর্মরত থাকা অবস্থায় গত বছরের ২৬ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে সরকারি রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেন ব্যবসায়ীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, দিনাজপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলে কর্মরত অবস্থায় বিভাগীয় কর্মকর্তা হিসেবে আলী আহসান ও সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন বাহাদুর বাজারের দোকানদারদের কাছ থেকে রাজস্ব আদায়ের নামে অতিরিক্ত টাকা নেন। টাকা না দিলে নানা ধরনের হয়রানি ও কয়েকগুণ রাজস্ব চাপিয়ে দেন। এভাবে ২০ থেকে ৩০ লাখ টাকা পকেটস্থ করেন বলে বাহাদুর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে রহিম শেখ নামের এক ব্যবসায়ী দুদকে অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে তাঁদের দুর্নীতি তদন্তে সম্প্রতি এনবিআর তদন্ত কমিটি গঠন করে দিয়েছে।

এদিকে আলী আহসান বুড়িমারীতে যোগদানের পর থেকে এখানকার ব্যবসায়ীরাও তাঁর কারণে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।
একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ মার্চ রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক আদেশে আলী আহসান সহকারী কমিশনার হিসেবে বুড়িমারীতে যোগদান করেন।

বুড়িমারী স্থলবন্দরের এক সিঅ্যান্ডএফ এজেন্ট নাম প্রকাশ না করে বলেন, ‘সহকারী কমিশনার, রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা মিলে সিন্ডিকেট গড়ে তুলেছেন। নানা নিয়ম দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। রংপুর কাস্টমস কমিশনারকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার আলী আহসান এই প্রতিবেদককে বলেন, ‘আপনি বুড়িমারী কাস্টমসে আমার দপ্তরে আসেন, কথা বলব।’ 
জানতে চাইলে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘জে এম আলী আহসানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত টিম করেছে। তাঁরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তথ্য জানাবে।

বুড়িমারীতে ব্যবসায়ীদের হয়রানির বিষয়টি দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত