সময় ভালো যাচ্ছে না বরিস জনসনের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১: ২৫
Thumbnail image

ভিডিও ফাঁস নিয়ে এমনিতেই বেকায়দায় রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মধ্যেই আরও কিছু অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। সব মিলিয়ে সময় ভালো যাচ্ছে না বরিসের।

সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিও থেকে জানা যায়, গত বছর বড়দিনের সময় ডাউনিং স্ট্রিটে পার্টি করেছেন বরিসের কার্যালয়ের কর্মীরা। এই ভিডিওতে দেখা যায়, বরিসের সাবেক প্রেস সেক্রেটারি ২০২০ সালের বড়দিনে পার্টি ও কর্মীদের করোনার বিধিনিষেধ লঙ্ঘন করা নিয়ে মজা করছেন। অথচ ওই সময় করোনাভাইরাসের কারণে পুরো যুক্তরাজ্য ছিল লকডাউনে। সমালোচনার জেরে পরে পদত্যাগ করতে হয় ওই প্রেস সেক্রেটারিকে।

আলোচনা-সমালোচনার মধ্যেই গত বৃহস্পতিবার ব্রিটিশ কয়েকটি সংবাদমাধ্যমে আরও কয়েকটি অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

বিশ্লেষকেরা বলছেন, আপাতত বরিসের ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকি না-থাকলেও ভিডিও ফাঁসের ঘটনাসহ বিভিন্ন অভিযোগ তাঁর অবস্থান আরও নাজুক করে দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত