বিনোদন প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের শুরু থেকে দারুণ সময় কাটাচ্ছেন জাকিয়া বারী মম। বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর অভিনীত দুই সিনেমা ‘ওরা ৭ জন’ ও ‘রেডিও’। দু্টি সিনেমাই তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। মমর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের।
ওটিটিতেও রয়েছে মমর সরব উপস্থিতি। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পায় মম অভিনীত ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। সিরিজটিতে একজন নারীনেত্রীর ভূমিকায় দেখা গেছে তাঁকে। নারীদের অধিকার আদায় আর ধর্ষণের বিরুদ্ধে দিনরাত এক করে ছুটে চলা একটি চরিত্র। আবু শাহেদ ইমনের পরিচালনায় সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রওনক হাসান, রাশেদ মামুন অপু প্রমুখ।
মারকিউলিসের রেশ কাটতে না কাটতে দুটি নতুন ওয়েব সিরিজের জানান দিলেন মম। আগামী মাসেই ভিন্ন দুটি ওটিটি প্লাটফর্মে প্রকাশ করা হবে সিরিজ দুটি। একটি ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোল’, অন্যটি সিদ্দিক আহমেদের ‘অগোচরা’।
একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ সাড়ে ষোল। নির্মাতা ইয়াসির আল হক জানান, এই গল্পে প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ আছে যা দর্শকদের আগ্রহ ধরে রাখবে সিরিজের প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত। গল্পের প্রতিটি পর্যায় দর্শককে নতুন করে ভাবনার খোরাক জোগাবে বলে মনে করেন তিনি।
সিরিজটিতে সাংবাদিক রিনি চরিত্রে অভিনয় করেছেন মম। চরিত্রটি নিয়ে মম বলেন, ‘রিনি এই শহরের নামকরা টিভি সাংবাদিক।যেকোনো সময় তাঁর হেড অব নিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের ক্ষমতাবান লোকজনের সঙ্গে তাঁর ওঠা-বসা। ভায়লেট ইন হোটেলে তাঁর নিয়মিত আসা-যাওয়া। কিন্তু ওই রাতে ভায়লেট ইনের সাড়ে ষোল তলায় রিনি কেন এসেছিল তা জানতে অপেক্ষা করতে হবে সিরিজটি রিলিজ হওয়া পর্যন্ত।’
‘সাড়ে ষোল’ সিরিজে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে আফরান নিশোকে। আরও রয়েছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। আগামী ১৭ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি দেওয়া হবে সিরিজটি।
অন্যদিকে, পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিদ্দিক আহমেদ নির্মাণ করেছেন ছয় পর্বের ওয়েব সিরিজ অগোচরা। সিরিজটি নিয়ে নির্মাতা সিদ্দিক আহমেদ বলেন, একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে, তা নিয়েই সিরিজ। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজটির ফার্স্টলুক পোস্টার। আগামী মাসে প্রকাশিত হবে ট্রেলার। তার আগে গল্পের রহস্য ভাঙতে চাইছেন না নির্মাতা। ট্রেলার মুক্তির পরেই বিস্তারিত জানাবেন সিরিজ নিয়ে।
অগোচরা ওয়েব সিরিজে মমর চরিত্রের নাম মনিকা। এর বাইরে সিরিজটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ জাকিয়া বারী মম। এতে মমর সঙ্গে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, ইমতিয়াজ বর্ষণসহ অনেকেই। আগস্টে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে সিরিজটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা।
চলতি বছরের শুরু থেকে দারুণ সময় কাটাচ্ছেন জাকিয়া বারী মম। বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর অভিনীত দুই সিনেমা ‘ওরা ৭ জন’ ও ‘রেডিও’। দু্টি সিনেমাই তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। মমর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের।
ওটিটিতেও রয়েছে মমর সরব উপস্থিতি। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পায় মম অভিনীত ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। সিরিজটিতে একজন নারীনেত্রীর ভূমিকায় দেখা গেছে তাঁকে। নারীদের অধিকার আদায় আর ধর্ষণের বিরুদ্ধে দিনরাত এক করে ছুটে চলা একটি চরিত্র। আবু শাহেদ ইমনের পরিচালনায় সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রওনক হাসান, রাশেদ মামুন অপু প্রমুখ।
মারকিউলিসের রেশ কাটতে না কাটতে দুটি নতুন ওয়েব সিরিজের জানান দিলেন মম। আগামী মাসেই ভিন্ন দুটি ওটিটি প্লাটফর্মে প্রকাশ করা হবে সিরিজ দুটি। একটি ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোল’, অন্যটি সিদ্দিক আহমেদের ‘অগোচরা’।
একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ সাড়ে ষোল। নির্মাতা ইয়াসির আল হক জানান, এই গল্পে প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ আছে যা দর্শকদের আগ্রহ ধরে রাখবে সিরিজের প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত। গল্পের প্রতিটি পর্যায় দর্শককে নতুন করে ভাবনার খোরাক জোগাবে বলে মনে করেন তিনি।
সিরিজটিতে সাংবাদিক রিনি চরিত্রে অভিনয় করেছেন মম। চরিত্রটি নিয়ে মম বলেন, ‘রিনি এই শহরের নামকরা টিভি সাংবাদিক।যেকোনো সময় তাঁর হেড অব নিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের ক্ষমতাবান লোকজনের সঙ্গে তাঁর ওঠা-বসা। ভায়লেট ইন হোটেলে তাঁর নিয়মিত আসা-যাওয়া। কিন্তু ওই রাতে ভায়লেট ইনের সাড়ে ষোল তলায় রিনি কেন এসেছিল তা জানতে অপেক্ষা করতে হবে সিরিজটি রিলিজ হওয়া পর্যন্ত।’
‘সাড়ে ষোল’ সিরিজে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে আফরান নিশোকে। আরও রয়েছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। আগামী ১৭ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি দেওয়া হবে সিরিজটি।
অন্যদিকে, পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিদ্দিক আহমেদ নির্মাণ করেছেন ছয় পর্বের ওয়েব সিরিজ অগোচরা। সিরিজটি নিয়ে নির্মাতা সিদ্দিক আহমেদ বলেন, একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে, তা নিয়েই সিরিজ। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজটির ফার্স্টলুক পোস্টার। আগামী মাসে প্রকাশিত হবে ট্রেলার। তার আগে গল্পের রহস্য ভাঙতে চাইছেন না নির্মাতা। ট্রেলার মুক্তির পরেই বিস্তারিত জানাবেন সিরিজ নিয়ে।
অগোচরা ওয়েব সিরিজে মমর চরিত্রের নাম মনিকা। এর বাইরে সিরিজটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ জাকিয়া বারী মম। এতে মমর সঙ্গে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, ইমতিয়াজ বর্ষণসহ অনেকেই। আগস্টে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে সিরিজটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪