শরীফ নাসরুল্লাহ, ঢাকা
ঈদের ছুটি এলেই নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। ফাঁকা হয় রাজধানী। এবার সরকারঘোষিত ঈদের ছুটি শুরু হবে কাল থেকে। তবে ঈদের আবহ এরই মধ্যে শুরু হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে। অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাতে শুরু করেছেন। ফলে গত শুক্রবার থেকেই রাজধানীর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে এবার ফাঁকা রাজধানীতে হচ্ছে জোড়া উৎসব—ঈদ এবং বাংলা নববর্ষবরণ।
রাজধানী ফাঁকা হলেও বর্ষবরণে সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতির ঘাটতি নেই। রমনার বটমূলে হবে ছায়ানটের বর্ষবরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এবার মঙ্গল শোভাযাত্রায় দেখা মিলবে শিশু পুতুল, বুনো হাতি, বিলুপ্তপ্রায় গন্ধগোকুল ও চাকা। পোস্টারে স্থান পেয়েছে রিকশা পেইন্টিংও।
সাংস্কৃতিক সংগঠনগুলোর সবচেয়ে বড় মোর্চা সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট বেশ জোরালোভাবে উদ্যাপন করবে বর্ষবরণ। কারণ, বর্ষবরণ আয়োজনের সময় সংকোচনকে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বাধা হিসেবে দেখছে। বিবৃতি দিয়ে প্রতিবাদও জানিয়েছে তারা। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘জোটের পক্ষ থেকে বিকেল থেকে রাত পর্যন্ত শহীদ মিনারে আয়োজন করব। একুশে মার্চের প্রোগ্রাম যদি রাত পর্যন্ত করতে পারি, তাহলে বর্ষবরণ কেন পারব না? আমরা বিবৃতি দিয়েছি। আশা করি প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীও সময় সংকোচনের প্রতিবাদ জানিয়েছে। উদীচীর প্রচার সম্পাদক কঙ্কণ নাগ বলেন, ‘যেহেতু কয়েক বছর ধরেই বর্ষবরণের সময় সংকোচন করা হচ্ছে; এর বিরুদ্ধে সন্ধ্যায় আমরা একটি প্রতিবাদী আয়োজন রেখেছি।’
চ্যানেল আই-সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণের আয়োজন বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দনিয়া সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন করছে দনিয়া কলেজ প্রাঙ্গণে।
ঈদের দিন থেকে পয়লা বৈশাখ পর্যন্ত টানা মঞ্চনাটক পরিবেশন করবে আরণ্যক নাট্যদল। দলটির প্রধান নাট্যজন মামুনুর রশীদ জানালেন, তাঁদের নতুন নাটক ‘কম্পানি’র উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে, ঈদের দিন সন্ধ্যায়।
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ১৪,১৫ ও ১৬ এপ্রিল সন্ধ্যায় থাকছে প্রাঙ্গণেমোর–এর নতুন নাটক ‘টিনের তলোয়ার’। স্পর্ধা ১১ এপ্রিল সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশান ২-এ ‘বিস্ময়কর সবকিছু’ নাটকের প্রদর্শনী করবে।
ঈদের ছুটি এলেই নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। ফাঁকা হয় রাজধানী। এবার সরকারঘোষিত ঈদের ছুটি শুরু হবে কাল থেকে। তবে ঈদের আবহ এরই মধ্যে শুরু হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে। অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাতে শুরু করেছেন। ফলে গত শুক্রবার থেকেই রাজধানীর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে এবার ফাঁকা রাজধানীতে হচ্ছে জোড়া উৎসব—ঈদ এবং বাংলা নববর্ষবরণ।
রাজধানী ফাঁকা হলেও বর্ষবরণে সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতির ঘাটতি নেই। রমনার বটমূলে হবে ছায়ানটের বর্ষবরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এবার মঙ্গল শোভাযাত্রায় দেখা মিলবে শিশু পুতুল, বুনো হাতি, বিলুপ্তপ্রায় গন্ধগোকুল ও চাকা। পোস্টারে স্থান পেয়েছে রিকশা পেইন্টিংও।
সাংস্কৃতিক সংগঠনগুলোর সবচেয়ে বড় মোর্চা সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট বেশ জোরালোভাবে উদ্যাপন করবে বর্ষবরণ। কারণ, বর্ষবরণ আয়োজনের সময় সংকোচনকে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বাধা হিসেবে দেখছে। বিবৃতি দিয়ে প্রতিবাদও জানিয়েছে তারা। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘জোটের পক্ষ থেকে বিকেল থেকে রাত পর্যন্ত শহীদ মিনারে আয়োজন করব। একুশে মার্চের প্রোগ্রাম যদি রাত পর্যন্ত করতে পারি, তাহলে বর্ষবরণ কেন পারব না? আমরা বিবৃতি দিয়েছি। আশা করি প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীও সময় সংকোচনের প্রতিবাদ জানিয়েছে। উদীচীর প্রচার সম্পাদক কঙ্কণ নাগ বলেন, ‘যেহেতু কয়েক বছর ধরেই বর্ষবরণের সময় সংকোচন করা হচ্ছে; এর বিরুদ্ধে সন্ধ্যায় আমরা একটি প্রতিবাদী আয়োজন রেখেছি।’
চ্যানেল আই-সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণের আয়োজন বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দনিয়া সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন করছে দনিয়া কলেজ প্রাঙ্গণে।
ঈদের দিন থেকে পয়লা বৈশাখ পর্যন্ত টানা মঞ্চনাটক পরিবেশন করবে আরণ্যক নাট্যদল। দলটির প্রধান নাট্যজন মামুনুর রশীদ জানালেন, তাঁদের নতুন নাটক ‘কম্পানি’র উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে, ঈদের দিন সন্ধ্যায়।
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ১৪,১৫ ও ১৬ এপ্রিল সন্ধ্যায় থাকছে প্রাঙ্গণেমোর–এর নতুন নাটক ‘টিনের তলোয়ার’। স্পর্ধা ১১ এপ্রিল সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশান ২-এ ‘বিস্ময়কর সবকিছু’ নাটকের প্রদর্শনী করবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪