সিলেট সংবাদদাতা
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (জেসিপিএসসি) উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস–২০২১’ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল কোরআন তিলাওয়াত, মোনাজাত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি।
গতকাল রোববার সকালে জেসিপিএসসি’র শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের শিক্ষক ও নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণে করেন। অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে সংযুক্ত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
সহকারী শিক্ষক শর্মিলী দাস সিমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক সাইফ উদ্দিন আহমেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারদান আবির ও দশম শ্রেণির শিক্ষার্থী মারজানা হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর গৌরবোজ্জ্বল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ যে প্রেরণার উন্মেষ ঘটিয়েছিল তা মুক্তিযুদ্ধকে একটি জনযুদ্ধে পরিণত করে। যা পরবর্তীকালে একটি সফল পরিসমাপ্তি ঘটে এবং আমাদের মুক্তি ও বিজয় নিশ্চিত হয়।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত সশস্ত্র বাহিনীর সব সদস্য দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজে প্রতিনিয়ত নিবেদিতপ্রাণ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে পেশাদারির পরিচয় দিচ্ছে এর জন্য বিশ্বের দরবারে হচ্ছে প্রশংসিত।
ক্যারিয়ার হিসেবেও বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্মানজনক পেশা। তাই শিক্ষার্থীদের এ পেশায় সম্পৃক্ত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (জেসিপিএসসি) উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস–২০২১’ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল কোরআন তিলাওয়াত, মোনাজাত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি।
গতকাল রোববার সকালে জেসিপিএসসি’র শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের শিক্ষক ও নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণে করেন। অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে সংযুক্ত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
সহকারী শিক্ষক শর্মিলী দাস সিমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক সাইফ উদ্দিন আহমেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারদান আবির ও দশম শ্রেণির শিক্ষার্থী মারজানা হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর গৌরবোজ্জ্বল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ যে প্রেরণার উন্মেষ ঘটিয়েছিল তা মুক্তিযুদ্ধকে একটি জনযুদ্ধে পরিণত করে। যা পরবর্তীকালে একটি সফল পরিসমাপ্তি ঘটে এবং আমাদের মুক্তি ও বিজয় নিশ্চিত হয়।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত সশস্ত্র বাহিনীর সব সদস্য দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজে প্রতিনিয়ত নিবেদিতপ্রাণ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে পেশাদারির পরিচয় দিচ্ছে এর জন্য বিশ্বের দরবারে হচ্ছে প্রশংসিত।
ক্যারিয়ার হিসেবেও বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্মানজনক পেশা। তাই শিক্ষার্থীদের এ পেশায় সম্পৃক্ত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে