Ajker Patrika

সম্পাদক পদ চান ডজন নেতা

আজিজুর রহমান, চৌগাছা
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ০২
সম্পাদক পদ চান ডজন নেতা

যশোরের চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামী শুক্রবার। সম্মেলনে অর্ধযুগ পর সংগঠনটির উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করার কথা রয়েছে। তবে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আসার জন্য প্রায় এক ডজন নেতা তদবির শুরু করেছেন।

সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ সম্মেলন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সূত্রে জানা গেছে, চৌগাছা স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ আহ্বায়ক কমিটি দেওয়া হয় ২০১৫ সালে। তখন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত আতিউর রহমানের ছোট ছেলে জিয়াউর রহমান রিন্টুকে আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, উপজেলা যুবলীগের সদস্য ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিকসহ তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।

নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম বলেন, ‘আগে উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি থাকলেও খুব একটা শক্তিশালী ছিল না। ২০১৫ সালে আহ্বায়ক কমিটি গঠনের পর ধীরে ধীরে সংগঠনটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনে পরিণত হয়।’

সূত্র জানায়, উপজেলা কমিটির সভাপতি হিসেবে প্রায় সবারই প্রথম পছন্দ বর্তমান কমিটির আহ্বায়ক এবং সিংহঝুলীর নিহত সাবেক ইউপি চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টুর ছোট ভাই জিয়াউর রহমান রিন্টু। তাঁর বিরুদ্ধে এখনো কেউ প্রার্থিতা ঘোষণা করেননি। তবে সাধারণ সম্পাদক পদে চৌগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু সাঈদ মানিক, নারায়ণপুর ইউনিয়ন সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাকিম, ফুলসারা ইউপির সলুয়া ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন, সহসভাপতি সাদেকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদক ও সিংহঝুলি ইউপির নিহত চেয়ারম্যান আশরাফ হোসেন আশার সহোদর আশিকুর রহমানসহ প্রায় এক ডজন নেতা সম্মেলনে প্রার্থী হচ্ছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু বলেন, ‘চৌগাছা স্বেচ্ছাসেবক লীগ এখন একটি গুরুত্বপূর্ণ ইউনিট। আগে স্বেচ্ছাসেবক লীগ করতে না চাইলেও এখন অনেকেই সংগঠনটির নেতা হতে তদবির করছেন।’

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু বলেন, ‘সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। তবে কমিটি ভোটে, নাকি মনোনয়নের মাধ্যমে হবে তা সম্মেলনেই ঠিক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত