ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলায় সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এনামুল হক শাহিনের বিরুদ্ধে। গত শনি ও রোববার উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে খাওখীর মিলঘর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশের ৫ শতাধিক গাছ কেটে নিয়েছেন তিনি। এ কাজে তাঁকে সহযোগিতা করেন ইউপি সদস্য ফজলুর রহমান। গতকাল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।
তবে ইউপি চেয়ারম্যান ও সদস্য দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের অধীনে ২০০১-০২ অর্থবছরে উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে খাওখীর মিলঘর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের পাশে গাছ রোপণ করা হয়। রেইনট্রি, মেহগনি, কড়ই, শিশু, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছ রোপণ করে মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। গত দুই দিনে উপজেলার আমিরাবাদ বাজার থেকে খাওখীর পর্যন্ত সড়কের পাশের ৫ শ গাছ কেটে বিক্রি করা হয়।
সমিতির সভাপতি আলমগীর হোসেন খান বলেন, সমিতির নারী সদস্যসহ ৪০ জন এই সামাজিক বনায়নের বড় অংশের (৭০ শতাংশ) মালিক। কমিটিতে সাধারণ সম্পাদক হান্নান হাওলাদারের কাছে সব কাগজপত্র রয়েছে। যদিও তাঁকে অবহিত দেওয়া হয়েছে। এই প্রকল্পের শুরুতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে আমাদের ট্রেনিং দেওয়া হয়। গাছের পাহারা দেওয়ার জন্য মাসে মাসে টাকাও দেওয়া হয়।’
তিনি অভিযোগ করেন, ‘ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহিন ও সদস্য ফজলুর রহমান ২২ ও ২৩ জানুয়ারি দুই দিনে ৫ শতাধিক গাছ বিক্রি করেন স্থানীয় গাছ ব্যবসায়ী মো. আফাংউদ্দিনের কাছে। ওই ব্যবসায়ী ১০-১৫ জন শ্রমিক দিয়ে গাছগুলো কেটে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে গাছ ব্যবসায়ী আফাংউদ্দিন বলেন, ‘এই গাছগুলো এলাকার কবির হোসেন, মিজান শরিফসহ কয়েক জনের কাছ থেকে কিনেছি। তাঁদের জমিতে এই গাছ থাকায় তারা বিক্রি করেন।’
তবে তিনি কতগুলো গাছ কিনেছেন ও কত টাকায় কিনেছেন, তা জানতে অস্বীকার করেন।
গাছ ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে কবির হোসেনের কাছে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ঢাকায় থাকি। সরকারি গাছ বিক্রি করব কেন? বাড়িতে ফোন করে জানতে হবে।’
তিনি জানান, বনায়নের গাছ ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহিন ও সদস্য ফজলু মিলে বিক্রি করেছেন।
খাওখীর গ্রামের রাসেল, আরিফ হোসেনসহ কয়েকজন জানান, গত কয়েক দিনে ধরে গাছ কাটা হচ্ছে। গাছ শ্রীরামপুর খাল দিয়ে ট্রলারে অন্যত্র নেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে মগড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহিন বলেন, ‘দুই থেকে তিনটি গাছ কেটেছে এলাকার লোকজন। এ গাছের দাবি করছে মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। আমি এ গাছ কেটেছি কথাটি সঠিক নয়।’
ইউপি সদস্য ফজলুর রহমানও গাছ কাটার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
ঝালকাঠির নলছিটি উপজেলায় সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এনামুল হক শাহিনের বিরুদ্ধে। গত শনি ও রোববার উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে খাওখীর মিলঘর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশের ৫ শতাধিক গাছ কেটে নিয়েছেন তিনি। এ কাজে তাঁকে সহযোগিতা করেন ইউপি সদস্য ফজলুর রহমান। গতকাল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।
তবে ইউপি চেয়ারম্যান ও সদস্য দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের অধীনে ২০০১-০২ অর্থবছরে উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে খাওখীর মিলঘর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের পাশে গাছ রোপণ করা হয়। রেইনট্রি, মেহগনি, কড়ই, শিশু, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছ রোপণ করে মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। গত দুই দিনে উপজেলার আমিরাবাদ বাজার থেকে খাওখীর পর্যন্ত সড়কের পাশের ৫ শ গাছ কেটে বিক্রি করা হয়।
সমিতির সভাপতি আলমগীর হোসেন খান বলেন, সমিতির নারী সদস্যসহ ৪০ জন এই সামাজিক বনায়নের বড় অংশের (৭০ শতাংশ) মালিক। কমিটিতে সাধারণ সম্পাদক হান্নান হাওলাদারের কাছে সব কাগজপত্র রয়েছে। যদিও তাঁকে অবহিত দেওয়া হয়েছে। এই প্রকল্পের শুরুতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে আমাদের ট্রেনিং দেওয়া হয়। গাছের পাহারা দেওয়ার জন্য মাসে মাসে টাকাও দেওয়া হয়।’
তিনি অভিযোগ করেন, ‘ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহিন ও সদস্য ফজলুর রহমান ২২ ও ২৩ জানুয়ারি দুই দিনে ৫ শতাধিক গাছ বিক্রি করেন স্থানীয় গাছ ব্যবসায়ী মো. আফাংউদ্দিনের কাছে। ওই ব্যবসায়ী ১০-১৫ জন শ্রমিক দিয়ে গাছগুলো কেটে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে গাছ ব্যবসায়ী আফাংউদ্দিন বলেন, ‘এই গাছগুলো এলাকার কবির হোসেন, মিজান শরিফসহ কয়েক জনের কাছ থেকে কিনেছি। তাঁদের জমিতে এই গাছ থাকায় তারা বিক্রি করেন।’
তবে তিনি কতগুলো গাছ কিনেছেন ও কত টাকায় কিনেছেন, তা জানতে অস্বীকার করেন।
গাছ ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে কবির হোসেনের কাছে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ঢাকায় থাকি। সরকারি গাছ বিক্রি করব কেন? বাড়িতে ফোন করে জানতে হবে।’
তিনি জানান, বনায়নের গাছ ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহিন ও সদস্য ফজলু মিলে বিক্রি করেছেন।
খাওখীর গ্রামের রাসেল, আরিফ হোসেনসহ কয়েকজন জানান, গত কয়েক দিনে ধরে গাছ কাটা হচ্ছে। গাছ শ্রীরামপুর খাল দিয়ে ট্রলারে অন্যত্র নেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে মগড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহিন বলেন, ‘দুই থেকে তিনটি গাছ কেটেছে এলাকার লোকজন। এ গাছের দাবি করছে মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। আমি এ গাছ কেটেছি কথাটি সঠিক নয়।’
ইউপি সদস্য ফজলুর রহমানও গাছ কাটার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে