আসছে শাহরুখের ৯ সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০৯: ৪২

গত কয়েক বছরে ‘ফ্যান’, ‘জিরো’, ‘হ্যারি মেট সেজাল’-এর মতো সিনেমায় নজর কাড়তে পারেননি শাহরুখ খান। গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’—সিনেমায় পার্শ্বচরিত্রে ছিলেন। কিন্তু অত ছোট চরিত্রে তাঁকে দেখে মন ভরেনি ভক্তদের। অবশেষে চার বছরের বিরতি পেরিয়ে স্বরূপে সিনেমা হলে ফিরছেন শাহরুখ। বেছে নিয়েছেন এমন ৯টি সিনেমা, যা তাঁর ক্যারিয়ারের গতিপথ ঘুরিয়ে দেবে। এ বছরটা হবে বলিউডে শাহরুখের কামব্যাকের বছর।

পাঠান
মনীশ শর্মার পরিচালনায় ‘পাঠান’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি। তবে মুক্তির আগেই সিনেমার দুটি গান ‘বেশরম রং‌’ ও ‘ঝুমে জো পাঠান’ নিয়ে যে পরিমাণ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে, বক্স অফিসে ভালোই ঝড় উঠবে। অ্যাকশন থ্রিলার ঘরানার ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

জওয়ান
‘জওয়ান’-এ শাহরুখ হাত মিলিয়েছেন দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে। আগামী ২ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। শাহরুখের সঙ্গে এতে অভিনয় করতে দেখা যাবে নয়নতারা ও বিজয় সেতুপতির মতো দক্ষিণী তারকাকে। অতিথি চরিত্রে থাকবেন থালাপতি বিজয়।

ডানকি
আইনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে ভিন্ন উপায়ে বিভিন্ন দেশে প্রবেশ করে মানুষ, সেটাই এ সিনেমার বিষয়। পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজনা করছেন গৌরী খান। এতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছা শাহরুখের, সেটা পূরণ হচ্ছে ‘ডানকি’ দিয়ে।

শাহরুখ খানটাইগার ৩
এ সিনেমার নায়ক মূলত সালমান খান। শাহরুখ এতে আসবেন অতিথিশিল্পী হিসেবে। সালমান ও শাহরুখের বন্ধুত্ব বেশ ভালো। তাই দুজনের দুই সিনেমায় এ বছর এক হতে দেখা যাবে তাঁদের। শাহরুখ যেমন সালমানের ‘টাইগার ৩’-তে থাকবেন, তেমনি সালমানও থাকবেন শাহরুখের ‘পাঠান’-এ। এ বছরের দিওয়ালিতে আসবে ‘টাইগার ৩’।

অপারেশন খুকরি
ভারতের সেনা ও বিমানবাহিনীকে সম্মান জানাতে পরিচালক আশুতোষ গোয়ারিকর তৈরি করবেন ‘অপারেশন খুকরি’। মুখ্য চরিত্রে শাহরুখ, মুক্তি পাবে এ বছরের শেষদিকে। 

ইজাহার
নরওয়ের এক নারীর প্রেমে পড়েছেন এক ভারতীয়। প্রেমিকার জন্য ভারত থেকে সাইকেল চালিয়ে নরওয়ে যান সেই ভারতীয় প্রেমিক। এই সত্য ঘটনা পর্দায় তুলে আনতে চান সঞ্জয় লীলা বানসালি। চার বছরের বেশি সময় ধরে গল্পটি নিয়ে কাজ করছেন বানসালি। সিনেমার নামও ঠিক হয়ে গেছে—‘ইজহার’। ‘দেবদাস’-এর পর আবারও এ সিনেমার মাধ্যমে দেখা যাবে শাহরুখ-বানসালির যুগলবন্দী।

শাহরুখ খানহে রাম
২০০০ সালে ‘হে রাম’ পরিচালনা করেছিলেন কমল হাসান। সম্প্রতি কমল হাসান জানিয়েছেন, তাঁর এ সিনেমার স্বত্ব কিনেছেন শাহরুখ। এ বছরই তৈরি হয়ে যাবে হিন্দি রিমেক। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জানা গেছে, শাহরুখই থাকবেন এ সিনেমার মুখ্য চরিত্রে।

আরও দুই সিনেমা
২০০৭ সালে শাহরুখকে নিয়ে ‘চাক দে ইন্ডিয়া’ বানিয়েছিলেন শিমিত আমিন। শাহরুখের ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমা এটি। শিমিত তাঁর পরবর্তী সিনেমায় হাত দিয়েছেন, তাতে শাহরুখই থাকবেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া ‘রইস’ পরিচালক রাহুল ধোলাকিয়া নতুন যে সিনেমার কাজ শুরু করছেন, তাতেও অভিনয় করবেন শাহরুখ। তবে এ সিনেমা দুটির নাম এখনো ঠিক হয়নি, আসেনি আনুষ্ঠানিক ঘোষণাও।
বিনোদন ডেস্ক

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত