Ajker Patrika

ফসলের মাঠে হলুদের ঢেউ

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০৭
ফসলের মাঠে হলুদের ঢেউ

সরিষা ফুলের হলুদ বরণে সেজেছে মানিকগঞ্জের ঘিওরের ফসলের মাঠ। দিগন্তজোড়া মাঠের যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। প্রকৃতি সেজেছে হলুদে আর মৌচাষিরা ব্যস্ত মধু সংগ্রহে। ঘিওর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় সরিষা আবাদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে মৌসুমি মৌচাষিদের তৎপরতা।

বর্তমানে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ দেশের একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে খ্যাতি লাভ করেছে। ঘিওর উপজেলাসহ জেলার বিভিন্ন সরিষা মাঠে অর্ধকোটি টাকা মূল্যের ৩৫ থেকে ৪০ টন মধু সংগ্রহ করা হবে, এমন আশাবাদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। জীবন-জীবিকার তাগিদে মৌ চাষকে পেশা হিসেবে নিয়ে অনেক পরিবার স্বাবলম্বী হয়ে উঠেছে।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, খুলনা, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও ঈশ্বরদী থেকে শতাধিক খামারি এসেছেন মানিকগঞ্জে। তাঁরা ঘিওর, মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, দৌলতপুর, হরিরামপুর, শিবালয়ের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মধু সংগ্রহের কাজ করছেন।

জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘সরিষা যেমন তেল দিচ্ছে, সঙ্গে দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এ ছাড়া সরিষা চাষে রয়েছে দ্বিগুণ লাভ। জমির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য এর ফুল ও পাতা ঝরিয়ে তৈরি করা হয় জৈব সার।’

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, ঘিওরে এবার ৬ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১২ হাজার ২০০ মেট্রিক টন। সরকার বারি-১৪ জাতের বীজ সরবরাহ করায় এবার ফলন ভালো হয়েছে। তিনি আরও বলেন, ‘মৌচাষিরা আসায় ফলন প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত