Ajker Patrika

শোভাযাত্রা ও আলোচনা সভায় নারী দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৫: ২৪
শোভাযাত্রা ও আলোচনা সভায় নারী দিবস পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা ও সাতক্ষীরায় নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা দুটিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

খুলনা: গতকাল মঙ্গলবার সকালে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, খুলনা বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর শহীদ হাদিস পার্কের সামনে থেকে শুরু হয়ে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।

পরে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উইমেন চেম্বারের খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সাতক্ষীরা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আবদুর রাজ্জাক পার্কে এসে মিলিত শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম শফিউল আযমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হ‌ুমায়ূন কবির। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এবং জেলায় কর্মরত বেসরকারি সংস্থাসমূহ এসব কর্মসূচির আয়োজন করে।

বিশেষে অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান জোছনা আরা।

তালা: সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন সফল নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি প্রমুখ।

খুবি: নারী দিবস উপলক্ষে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাত হোসনে আরা, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক মোছা. তাছলিমা খাতুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত