Ajker Patrika

৮ ইউপিতে নৌকার বাধা বিদ্রোহী

কামরুজ্জামান রাজু, কেশবপুর
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ৪০
৮ ইউপিতে নৌকার বাধা বিদ্রোহী

কেশবপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৫ জানুয়ারি। তিন দিন পর হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে নিজেদের সর্বোচ্চ প্রচার চালিয়ে যাচ্ছেন সব প্রার্থী ও তাঁদের নেতা–কর্মীরা। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১১ ইউপির মধ্যে ৮টিতেই বিদ্রোহীরা এখন নৌকার প্রার্থীদের বিজয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে বর্তমান ইউপি চেয়ারম্যান রয়েছেন ৪ জন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এবার ১১ ইউপি থেকে থেকে নৌকা প্রতীকের মনোনয়ন ৯ জনই নতুন মুখ। বাদ পড়েছেন গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করা ৫ জন চেয়ারম্যানসহ পদধারী নেতারা। এর পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের ১০ নেতা বিদ্রোহী প্রার্থী হন। পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিদ্রোহী প্রার্থী হওয়া সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলার ত্রিমোহিনী ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন শেখ অহিদুজ্জামান। তাঁর প্রতিপক্ষ হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান এস এম আনিছুর রহমান (আনারস) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান সুজন (মোটরসাইকেল)। সাগরদাঁড়ি ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন অলিয়ার রহমান। তাঁর বিরুদ্ধে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাৎ হোসেন (আনারস) ও সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত (চশমা)। বিদ্যানন্দকাটি ইউপিতে সামছুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন। আনারস প্রতীক নিয়ে তাঁর প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা এবং বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন।

এ ছাড়া মঙ্গলকোট ইউপিতে পুনরায় নৌকা পেয়েছেন আব্দুল কাদের বিশ্বাস। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন (আনারস)। কেশবপুর সদরে নৌকা প্রতীক পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়ের প্রতিপক্ষ হিসেবে চশমা প্রতীক নিয়ে মাঠে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম। সুফলাকাটি ইউপিতে নৌকার মাঝি হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি। তাঁর প্রধান প্রতিপক্ষ হিসেবে চশমা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ নেতা এস এম মুনজুর রহমান।

গৌরীঘোনা ইউপিতে আবারও নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান। সাতবাড়িয়া ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন শামছুন্নাহার বেগম। তাঁর অন্যতম প্রতিপক্ষ হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উত্তম ঘোষ।

এদিকে এর মধ্যে মজিদপুর ইউপিতে নৌকা পেয়েছেন মনোজ কুমার তরফদার। পাঁজিয়া ইউপিতে নৌকা পেয়েছেন জসীম উদ্দীন এবং হাসানপুর ইউপিতে নৌকা পেয়েছেন তৌহিদুজ্জামান। এ ৩ ইউপিতে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে বিদ্রোহী প্রার্থী না থাকলেও এ ইউপিগুলোতে রয়েছে দলীয় কোন্দল। তা ছাড়া উপজেলার সব কটি ইউনিয়নে স্বতন্ত্রের খোলসে প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে রয়েছেন বিএনপির নেতারা। তাঁরা নীরবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন।

ত্রিমোহিনী ইউপির আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী এসএম আনিছুর রহমান বলেন, ‘গত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছি। জনগণের দাবির মুখে এবারও আমাকে প্রার্থী হতে হয়েছে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বজলুর রশীদ বলেন, ‘ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত