শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতেন গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জয়নাল আবেদীন। ১৯৯৯ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। এরপর থেকে পেনশন পাচ্ছিলেন। তবে গত বছরের নভেম্বরে তিনি পেনশনের টাকা তুলতে গিয়ে রীতিমতো অবাক হয়ে যান। জীবিত জয়নালকে কাগজে-কলমে দেখানো হয়েছে মৃত হিসেবে!
জয়নাল আবেদীনকে মৃত দেখিয়ে পেনশন তোলা বন্ধ করে দিয়েছে শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়। পেনশন তোলা বন্ধ হওয়ার পর থেকে মানবেতর জীবনযাপন করছে তাঁর পরিবার। বন্ধ হয়ে যাওয়া পেনশন চালুর জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন।
জয়নাল বলেন, চলতি বছরের ৩ অক্টোবর এ ঘটনার সমাধান পেতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। এরপরও বিষয়টির সুরাহা হয়নি। পেনশন বন্ধ হওয়ায় তাঁর পরিবারের সদস্যদের সব চাহিদা পূরণ করতে বেগ পেতে হচ্ছে তাঁকে। গত তিন মাস আগে নতুন করে কাগজপত্র দিলেও সমাধান হচ্ছে না তাঁর সমস্যার।
শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে পেনশন তোলার জন্য পেনশনভোগীদের চাহিদাসম্পন্ন কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। তারপরও যাঁরা কোনো ধরনের যোগাযোগ বা কাগজপত্র জমা দেননি, তাঁদের মৃত দেখিয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। তাই জয়নাল আবেদীনের পেনশন আটকে গেছে।
সেলিম হোসেন আরও বলেন, ‘দ্রুত ভুক্তভোগী জয়নাল আবেদীনের পেনশন তোলার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে তাঁর ফাইল ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে আটকে থাকা পেনশন চালুর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতেন গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জয়নাল আবেদীন। ১৯৯৯ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। এরপর থেকে পেনশন পাচ্ছিলেন। তবে গত বছরের নভেম্বরে তিনি পেনশনের টাকা তুলতে গিয়ে রীতিমতো অবাক হয়ে যান। জীবিত জয়নালকে কাগজে-কলমে দেখানো হয়েছে মৃত হিসেবে!
জয়নাল আবেদীনকে মৃত দেখিয়ে পেনশন তোলা বন্ধ করে দিয়েছে শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়। পেনশন তোলা বন্ধ হওয়ার পর থেকে মানবেতর জীবনযাপন করছে তাঁর পরিবার। বন্ধ হয়ে যাওয়া পেনশন চালুর জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন।
জয়নাল বলেন, চলতি বছরের ৩ অক্টোবর এ ঘটনার সমাধান পেতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। এরপরও বিষয়টির সুরাহা হয়নি। পেনশন বন্ধ হওয়ায় তাঁর পরিবারের সদস্যদের সব চাহিদা পূরণ করতে বেগ পেতে হচ্ছে তাঁকে। গত তিন মাস আগে নতুন করে কাগজপত্র দিলেও সমাধান হচ্ছে না তাঁর সমস্যার।
শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে পেনশন তোলার জন্য পেনশনভোগীদের চাহিদাসম্পন্ন কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। তারপরও যাঁরা কোনো ধরনের যোগাযোগ বা কাগজপত্র জমা দেননি, তাঁদের মৃত দেখিয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। তাই জয়নাল আবেদীনের পেনশন আটকে গেছে।
সেলিম হোসেন আরও বলেন, ‘দ্রুত ভুক্তভোগী জয়নাল আবেদীনের পেনশন তোলার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে তাঁর ফাইল ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে আটকে থাকা পেনশন চালুর ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে