সারার সেরা অভিনয়

বিনোদন ডেস্ক
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ৫৬
Thumbnail image

রিংকু সূর্যবংশীর সঙ্গে আচমকাই বিয়ে হয় ভি ভেঙ্কটেশ বিশ্বনাথ আইয়ার ওরফে বিষ্ণুর। বিষ্ণু তামিলনাড়ুতে ডাক্তারি পড়াশোনা করে। কিন্তু রিংকুর পছন্দ জাদুকর সাজ্জাদ আলী খানকে।

ডিজনি হটস্টারে এই সপ্তাহে মুক্তি পেয়েছে ‘আতরঙ্গি রে’। ছবিতে ধানুশ অভিনয় করেছেন বিষ্ণু চরিত্রে, সারা আলী খান আছেন রিংকু চরিত্রে, আর জাদুকর হিসেবে আছেন অক্ষয় কুমার। ‘আতরঙ্গি রে’ ছবিটিকে প্রথমদিকে আর পাঁচটা ত্রিকোণ প্রেমের গল্প বলে মনে হলেও, বিভিন্ন টুইস্ট রয়েছে গল্পে।

বলিউডে এ বছরের শেষটা মাত করেছেন সারা আলী খান। সমালোচকরা বলছেন, সবার ধারণা ছিল, এত এত ট্যালেন্টের মধ্যে সারা বুঝি বেমানান হয়ে যাবেন। কিন্তু অক্ষয়, ধানুশদের চেয়েও এই ছবিতে সারা উজ্জ্বল। প্রথম ছবি ‘কেদারনাথ’ আর পরে ‘সিম্বা’র জন্য প্রশংসা পেলেও ‘লাভ আজকাল’র জন্য কড়া সমালোচনাও হজম করতে হয়েছে সারাকে।

সারা আলী খানের বয়স সবে ২৬। বাবা বলিউড তারকা সাইফ আলী খানের বন্ধু অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ে কমতি পাওয়া যায়নি সারার মধ্যে। অবশ্যই এর সবচেয়ে বড় কৃতিত্ব পরিচালক আনন্দ এল রাইয়ের।

পরিচালক আনন্দ আর চিত্রনাট্যকার হিমাংশু শর্মা একেবারে ভিন্ন চরিত্রদের এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছেন। মূল অভিনয়শিল্পীদের প্রত্যেকের চরিত্রই পরস্পরের থেকে আলাদা। বলা যায়, তাঁরা প্রত্যেকেই আলাদা মেরুর বাসিন্দা। অথচ বাস্তব জীবনে তাঁরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। প্রেমের গল্পকেই একেবারে ভিন্ন মোড়কে পরিবেশন করেছেন পরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত