তানজিল হাসান, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে একসময় সাংস্কৃতিক চর্চার কেন্দ্র ছিল গণসদন হল। ১৯৭৯ সালে ‘মুন্সিগঞ্জ শহর উন্নয়ন কমিটির’ উদ্যোগে এ গণসদন হল নির্মিত হয়। এখানে একসময় অভিনয় করেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, আবদুল্লাহ আল-মামুন, মামুনুর রশীদ, আব্দুল কাদের, আজিজুল হাকিম, লিয়াকত আলী লাকীর মতো অভিনেতারা। তবে সংস্কারের অভাবে ধীরে ধীরে নষ্ট হতে থাকে সদনটি।
এ ছাড়া বন্যা, আগুন লেগেও ক্ষতিগ্রস্ত হয় সাংস্কৃতিক চর্চার এই কেন্দ্রটি। তবু এ গণসদন মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। নাট্যকর্মীরা কোনোমতে নাট্যচর্চা চালিয়ে যান। পরে বাধ্য হয়ে পরিত্যক্ত ঘোষিত হয় সদনটি।
সরেজমিন গতকাল শুক্রবার গণসদনে গিয়ে দেখা যায়, সদনের সীমানাপ্রাচীর নষ্ট হয়ে গেছে। টিনের চালা উড়ে গেছে অনেক আগেই। অবশিষ্ট যা আছে, তা-ও নিশ্চিহ্নের পথে। নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল নষ্ট হওয়া গণসদন হলের স্থানে একটি নতুন কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা। কিন্তু এ দাবিও দীর্ঘদিন ধরে উপেক্ষিত।
মুন্সিগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিত দাস ববি বলেন, ‘গণসদন হলটি বন্যা ও আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে যদি একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হয়, তাহলে পুনরায় সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে।’
মুন্সিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি বলেন, ঐতিহ্যবাহী গণসদন হলটি মুন্সিগঞ্জের সাংস্কৃতিক চর্চা ও নাট্য আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। মহান মুক্তিযুদ্ধ-পরবর্তী মুন্সিগঞ্জে কয়েক প্রজন্মের প্রগতিশীল চিন্তা, চেতনার প্রসার ঘটেছিল এই গণসদন হলকে কেন্দ্র করে। জাতীয় পর্যায়ের নাট্য আন্দোলনের সঙ্গে সমন্বয় করে সে সময় স্থানীয় নাট্য সংগঠনগুলো গণসদনের নাট্যমঞ্চকে কেন্দ্র করে নাট্যচর্চা ও সৃজনশীল নাট্য আন্দোলনকে গতিশীল করেছিল। অযত্ন ও সংস্কারের অভাবে গণসদন হলটি এখন জরাজীর্ণ। গণসদন হলকে পুনরায় সংস্কার করে আধুনিক মিলনায়তন ও কালচারাল কমপ্লেক্স তৈরির দাবি সাংস্কৃতিক কর্মীদের। এ নিয়ে অনেক আন্দোলন, সংগ্রাম হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।’
গণসদন হলের জায়গায় একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক বছর আগে পরিদর্শন করা হয়। তবে সে ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল যুনায়েদ বলেন, ‘কালচারাল কমপ্লেক্স নির্মাণের ব্যাপারে কোনো অগ্রগতি হয়েছে বলে আমার জানা নেই।’
মুন্সিগঞ্জে একসময় সাংস্কৃতিক চর্চার কেন্দ্র ছিল গণসদন হল। ১৯৭৯ সালে ‘মুন্সিগঞ্জ শহর উন্নয়ন কমিটির’ উদ্যোগে এ গণসদন হল নির্মিত হয়। এখানে একসময় অভিনয় করেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, আবদুল্লাহ আল-মামুন, মামুনুর রশীদ, আব্দুল কাদের, আজিজুল হাকিম, লিয়াকত আলী লাকীর মতো অভিনেতারা। তবে সংস্কারের অভাবে ধীরে ধীরে নষ্ট হতে থাকে সদনটি।
এ ছাড়া বন্যা, আগুন লেগেও ক্ষতিগ্রস্ত হয় সাংস্কৃতিক চর্চার এই কেন্দ্রটি। তবু এ গণসদন মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। নাট্যকর্মীরা কোনোমতে নাট্যচর্চা চালিয়ে যান। পরে বাধ্য হয়ে পরিত্যক্ত ঘোষিত হয় সদনটি।
সরেজমিন গতকাল শুক্রবার গণসদনে গিয়ে দেখা যায়, সদনের সীমানাপ্রাচীর নষ্ট হয়ে গেছে। টিনের চালা উড়ে গেছে অনেক আগেই। অবশিষ্ট যা আছে, তা-ও নিশ্চিহ্নের পথে। নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল নষ্ট হওয়া গণসদন হলের স্থানে একটি নতুন কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা। কিন্তু এ দাবিও দীর্ঘদিন ধরে উপেক্ষিত।
মুন্সিগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিত দাস ববি বলেন, ‘গণসদন হলটি বন্যা ও আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে যদি একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হয়, তাহলে পুনরায় সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে।’
মুন্সিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি বলেন, ঐতিহ্যবাহী গণসদন হলটি মুন্সিগঞ্জের সাংস্কৃতিক চর্চা ও নাট্য আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। মহান মুক্তিযুদ্ধ-পরবর্তী মুন্সিগঞ্জে কয়েক প্রজন্মের প্রগতিশীল চিন্তা, চেতনার প্রসার ঘটেছিল এই গণসদন হলকে কেন্দ্র করে। জাতীয় পর্যায়ের নাট্য আন্দোলনের সঙ্গে সমন্বয় করে সে সময় স্থানীয় নাট্য সংগঠনগুলো গণসদনের নাট্যমঞ্চকে কেন্দ্র করে নাট্যচর্চা ও সৃজনশীল নাট্য আন্দোলনকে গতিশীল করেছিল। অযত্ন ও সংস্কারের অভাবে গণসদন হলটি এখন জরাজীর্ণ। গণসদন হলকে পুনরায় সংস্কার করে আধুনিক মিলনায়তন ও কালচারাল কমপ্লেক্স তৈরির দাবি সাংস্কৃতিক কর্মীদের। এ নিয়ে অনেক আন্দোলন, সংগ্রাম হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।’
গণসদন হলের জায়গায় একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক বছর আগে পরিদর্শন করা হয়। তবে সে ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল যুনায়েদ বলেন, ‘কালচারাল কমপ্লেক্স নির্মাণের ব্যাপারে কোনো অগ্রগতি হয়েছে বলে আমার জানা নেই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে