চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, মাছ ও গরুর গোশতের দাম। এ ছাড়া সবজির দামও তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। এই পরিস্থিতিতে উপজেলার নিম্ন আয়ের লোকেরা নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে হিমশিম খাচ্ছেন। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ অবস্থা দেখা গেছে।
সরেজমিন জানা গেছে, গত সপ্তাহের চেয়ে সিদ্ধ মিনিকেট চাল বস্তায় বেড়েছে ২০০ টাকা, পোলাওয়ের চাল কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা, গরুর গোশত গত সপ্তাহে ৬০০ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ৬৭০। মাঝারি আকারের রুই ৩২০ টাকা, কাতল ৩০০, তেলাপিয়া ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপর দিকে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।
এদিকে ক্রেতারা বলছেন, মৌসুমের এই সময়ে টমেটোর কেজি থাকার কথা ছিল ৮-১০ টাকা, সেখানে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। শুধু আলুর দাম সহনশীল রয়েছে।
চৌদ্দগ্রাম বাজারে আসা ক্রেতা আলী আহমদ বলেন, ‘শুধু আলুর দাম কম আছে। অন্যসব সবজির ঊর্ধ্বমুখী। দেশি প্রজাতির মাছের দাম আকাশছোঁয়া। আমরা যাঁরা মধ্যবিত্ত, আমাদের ক্রয়ক্ষমতার বাইরে এসব। তাই নিরুপায় হয়ে আলু ও ডিম কিনে নিয়ে যাচ্ছি।’
রেহানা বেগম নামের আরেক ক্রেতা বলেন, ‘মাছের বাজারে গিয়ে দেখি, দাম চড়া। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও ১৩০ টাকা কেজি। আকারেও ছোট। খাব কী? পরিবারের সদস্য সংখ্যাও বেশি। আয়-রোজগারও কম। বাজারে ছোট মাছও নেই। বাধ্য হয়ে ওই দামেই পাঙাশ মাছ কিনে নিয়ে যাচ্ছি।’
কসাই মাহবুবুল হক বলেন, ‘বর্তমানে গরুর দাম বেড়ে গেছে। কারণ গরুর খাদ্যের দাম বেড়েছে। তাই খামারিরা গরুর দাম বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া ভারত থেকে গরু আসছে না। তাই আমরাও দাম বাড়াতে বাধ্য হয়েছি।’
চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী বিপ্লব সাহা বলেন, ‘মোটা চালের দাম বাড়েনি। বেড়েছে চিকন ও পোলাও চালের দাম। প্রতি বস্তায় বেড়েছে ২০০ টাকার বেশি।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘আমি এ উপজেলায় সবে যোগদান করেছি। বাজার তদারক করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্য মজুত করে দাম বৃদ্ধি করে থাকলে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
চৌদ্দগ্রামে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, মাছ ও গরুর গোশতের দাম। এ ছাড়া সবজির দামও তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। এই পরিস্থিতিতে উপজেলার নিম্ন আয়ের লোকেরা নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে হিমশিম খাচ্ছেন। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ অবস্থা দেখা গেছে।
সরেজমিন জানা গেছে, গত সপ্তাহের চেয়ে সিদ্ধ মিনিকেট চাল বস্তায় বেড়েছে ২০০ টাকা, পোলাওয়ের চাল কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা, গরুর গোশত গত সপ্তাহে ৬০০ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ৬৭০। মাঝারি আকারের রুই ৩২০ টাকা, কাতল ৩০০, তেলাপিয়া ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপর দিকে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।
এদিকে ক্রেতারা বলছেন, মৌসুমের এই সময়ে টমেটোর কেজি থাকার কথা ছিল ৮-১০ টাকা, সেখানে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। শুধু আলুর দাম সহনশীল রয়েছে।
চৌদ্দগ্রাম বাজারে আসা ক্রেতা আলী আহমদ বলেন, ‘শুধু আলুর দাম কম আছে। অন্যসব সবজির ঊর্ধ্বমুখী। দেশি প্রজাতির মাছের দাম আকাশছোঁয়া। আমরা যাঁরা মধ্যবিত্ত, আমাদের ক্রয়ক্ষমতার বাইরে এসব। তাই নিরুপায় হয়ে আলু ও ডিম কিনে নিয়ে যাচ্ছি।’
রেহানা বেগম নামের আরেক ক্রেতা বলেন, ‘মাছের বাজারে গিয়ে দেখি, দাম চড়া। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও ১৩০ টাকা কেজি। আকারেও ছোট। খাব কী? পরিবারের সদস্য সংখ্যাও বেশি। আয়-রোজগারও কম। বাজারে ছোট মাছও নেই। বাধ্য হয়ে ওই দামেই পাঙাশ মাছ কিনে নিয়ে যাচ্ছি।’
কসাই মাহবুবুল হক বলেন, ‘বর্তমানে গরুর দাম বেড়ে গেছে। কারণ গরুর খাদ্যের দাম বেড়েছে। তাই খামারিরা গরুর দাম বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া ভারত থেকে গরু আসছে না। তাই আমরাও দাম বাড়াতে বাধ্য হয়েছি।’
চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী বিপ্লব সাহা বলেন, ‘মোটা চালের দাম বাড়েনি। বেড়েছে চিকন ও পোলাও চালের দাম। প্রতি বস্তায় বেড়েছে ২০০ টাকার বেশি।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘আমি এ উপজেলায় সবে যোগদান করেছি। বাজার তদারক করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্য মজুত করে দাম বৃদ্ধি করে থাকলে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে