শ্রীপুরের বেহাল ৩ সড়কে সীমাহীন দুর্ভোগে মানুষ

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ : ১৫ জুন ২০২২, ০৮: ৩১
আপডেট : ১৫ জুন ২০২২, ১১: ৪৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে তিনটি সড়ক। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ লাখো মানুষ। স্থানীয় সরকার বিভাগের গাফিলতির কারণেই সড়কগুলো বেহাল হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে হাজী ছোট কলিম স্কুল পর্যন্ত সড়কটি সংযুক্ত হয়েছে মাওনা-ধনুয়া সড়কের সঙ্গে। এ সড়কের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। সুফিয়া কটন মিলের পাশেই রিয়াজ উদ্দিন মেম্বার সড়ক। এই সড়কও প্রায় ৮০০ মিটার। এ ছাড়া রঙিলা বাজার থেকে পিয়ার আলী কলেজ সড়কের দৈর্ঘ্য এক কিলোমিটার। এ তিনটি সড়ক ব্যবহার করে আশপাশের ১৪টি শিল্পকারখানার শ্রমিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ লাখো মানুষ চলাচল করেন। কিন্তু সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে সড়কগুলো। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায়। খানাখন্দে আটকে গিয়ে নষ্ট হয় যানবাহনের যন্ত্রাংশ। অনেক সময় শিক্ষার্থীদের পোশাক, বই পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। সেদিন আর ক্লাস করা হয় না তাদের।

হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আল আমিন বলেন, ‘স্কুল গেটের সামনে কাদা-পানি। প্রতিদিন কাদা-পানি ঠেলে আমাদের চলতে হয়।’

হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, ‘এই বিদ্যালয়ে ২ হাজার ২০০ জন শিক্ষার্থী রয়েছে। ১৯ জুন থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার কেন্দ্রও এটি। এখানে নয়টি বিদ্যালয়ের ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যালয়ের সামনের সড়কটি বেহাল হয়ে পড়েছে। শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। কাদা-পানি মাড়িয়ে তাদের বিদ্যালয়ে আসতে হচ্ছে। সংস্কার করলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমত।’

স্থানীয়রা জানান, এ সড়কগুলোর আশপাশের মাওনা ও মুলাইদ এলাকায় প্রায় ১৫টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেখানে কাজ করছেন লক্ষাধিক শ্রমিক। সড়কগুলো বেহাল হওয়ায় পণ্য পরিবহন ও শ্রমিকদের চলাচলে দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, শ্রীপুরের সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান বলেন, ‘সড়কগুলোর জরুরি সংস্কারের জন্য আপাতত কোনো বরাদ্দ নেই। তবে আগামী অর্থবছরে যেন সংস্কার হয়, সে চেষ্টা করব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত