বাইডেন-ইউনূস বৈঠকে সহায়তার অগ্রাধিকার চিহ্নিত হতে পারে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৩৫
Thumbnail image

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হবে আগামীকাল মঙ্গলবার। এর আগে সেখানেই আজ সোমবার ভারত ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ বৈঠকে অংশ নেবেন। ঢাকা, নিউইয়র্ক ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো এ দুটি বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছে।

এর আগে গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলাপ করেছেন। মোদির এই আলাপের ছাপ বাইডেন-ইউনূস এবং জয়শঙ্কর-তৌহিদের মধ্যকার বৈঠকেও পড়তে পারে, এমনটা মনে করছেন সরকারে ও সরকারের বাইরের কূটনৈতিক বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে বাংলাদেশ কী আশা করছে, এমন এক প্রশ্নে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে কোথায় নিতে চান, সহযোগিতার বিষয় চিহ্নিত করার ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কী হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকেন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম সভায় যোগ দিতে মোদি, তৌহিদ ও জয়শঙ্কর যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। ড. ইউনূস নিউইয়র্ক যেতে আজ সোমবার ঢাকা ছাড়বেন। মোদির সঙ্গে ইউনূসের নিউইয়র্কে অবস্থানের সময় না মেলায় তাঁদের মধ্যে বৈঠক হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ডিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে শনিবার বৈঠক করেন বাইডেন-মোদি।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, বাইডেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি। মিশ্রি গতকাল রোববার বলেন, ‘আঞ্চলিক বিষয় আলোচনার একপর্যায়ে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি (দুই নেতার) মতবিনিময়কালে এসেছে।’

মোদি নিজে এক এক্স পোস্টে বাইডেনের তোলা ছবি যুক্ত করে বৈঠকটি বেশ সফল হয়েছে, এমন দাবি করেন। তিনি বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দিল্লি চলে যান। এরপর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।

ওয়াকিবহাল কয়েকটি কূটনৈতিক সূত্র জানায়, বাইডেনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার প্রেক্ষাপট, কী কী চ্যালেঞ্জ সরকার মোকাবিলা করছে ও সরকারের সংস্কার পরিকল্পনা তুলে ধরবেন।

আর সংস্কার কর্মসূচিতে যুক্তরাষ্ট্র কী সহায়তা দিতে পারে, তাও তিনি আলাপে আনতে পারেন, এমনটা মনে করছেন তাঁরা।

এক কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল সম্প্রতি ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। এতে এটা স্পষ্ট, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও এখানকার অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিচ্ছে। আর দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এগিয়ে নিতে উভয় পক্ষ প্রস্তুত, এ বৈঠক তা-ই ইঙ্গিত করে।

এর বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিকদের দেশটিতে ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে পারেন ইউনূস।

বাংলাদেশ বিষয়ে মোদির তোলা প্রসঙ্গ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাইডেন আনতে পারেন কি না, এমন প্রশ্নে এক কূটনীতিক বলেন, এটা অনেকটা মার্কিনদের ওপর নির্ভর করছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক প্রসঙ্গে এক কূটনীতিক বলেন, ঢাকায় ক্ষমতার পালাবদলের পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন আছে। উপদেষ্টা শনিবার সাংবাদিকদের কাছে এই টানাপোড়েনের কথা স্বীকারও করেছেন। এমন অবস্থায় ভারতের সঙ্গে এখন পর্যন্ত এটাই হবে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক গ্রহণযোগ্য একটি অবস্থানে আসার চেষ্টা করবেন, এটাই মনে করছেন ঢাকার কূটনীতিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত