Ajker Patrika

৮৫ বছর আগে ফিরে গেলেন মোমেলা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ৫২
৮৫ বছর আগে ফিরে গেলেন মোমেলা

৯৬ বছর বয়সী মোমেলা খাতুন। ৮৫ বছর আগে পড়তেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনি পড়ালেখা করেছেন এখানে। গতকাল শনিবার বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে ফিরে যান ৮৫ বছর আগে। স্মৃতি রোমন্থন করেন বিদ্যালয় জীবনের কথা।

মোমেলা খাতুন বলেন, ‘আমার চার ছেলে তিন মেয়ে তারা সবাই এই স্কুলের ছাত্র। তবে কষ্ট হচ্ছে আমার সঙ্গে যাঁরা লেখাপড়া করেছে তারা কেউ এখন আর বেঁচে নেই।’

অনুষ্ঠানে মোমেলা খাতুনকে জ্যেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। এদিন বিদ্যালয়ের বেশ কয়েকজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মোমেলাকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি।

মঞ্চ থেকে নেমে আসার পর স্কুলের বর্তমান পড়ুয়ারা মোমেলাকে ঘিরে ধরে। বিদ্যালয় থেকে পাস করা সবচেয়ে প্রবীণ ব্যক্তিকে কাছে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মোমেলা খাতুনকেও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার, সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত