কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের দরিদ্র কৃষক সুন্দর আলী। ছোট-বড় মিলিয়ে তাঁর গোয়ালঘরে নয়টি গরু। জমিতে হালচাষ, ধান মাড়াই বা দুধের ঘাটতি মেটানোর প্রধান ভরসা এসব গরু। গত সোমবার রাতে তাঁর সাতটি গরু চুরি হয়ে যায়।
এর মধ্যে জানা গেল, চুরি যাওয়া সাতটি গরুর মধ্যে পাঁচটি এক বিধবার। গরুগুলো পরিচর্যা করতেন সুন্দর আলী।
আগের দিন রোববার রাতে চাঁনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের গোয়ালঘর থেকে চুরি হয় পাঁচটি গরু। একই রাতে পার্শ্ববর্তী খায়েরগাঁও গ্রামের নাসির মিয়ার চারটি গরু চুরি হয়।
ভুক্তভোগী কৃষক সিদ্দিকুর রহমান বলেন, স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। নিজের চাষযোগ্য কোনো জমি নেই। অন্যের জমিতে লাঙল দেওয়া ও ফসল মাড়াইয়ের কাজ করেই তাঁর আয় হয়। এসব কাজে পাঁচটি গরুই ছিল প্রধান ভরসা। কিন্তু হঠাৎই গরুগুলো চুরি যাওয়ায় বিপদে পড়েছেন তিনি। তাঁর মতে, গরুগুলোর বাজার মূল্য অন্তত আড়াই লাখ টাকা।
এ ছাড়া কয়েক দিন আগে নতুন মেঘারগাঁও গ্রামের মস্তু মিয়ার দুটি, সাজু মিয়ার দুটি এবং ফালু মিয়ার দুটি গরু চুরি হয়। তারও আগে একই গ্রামের কামাল মিয়ার চারটি গরু চুরি হয়। উত্তর ঢালারপাড় গ্রামের গিয়াস উদ্দিনের চুরি হয়েছে দুটি গরু।
জানা গেছে, গরু চুরির এসব ঘটনায় অনেকেই থানায় অভিযোগ করেননি। কেউ কেউ অভিযোগ করলেও মেলেনি গরুর সন্ধান।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গ্রামে গ্রামে এখন গরু চুরির আতঙ্ক। কৃষিকাজ বা আয়ের প্রধান অনুষঙ্গ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন স্বল্প আয়ের অনেক কৃষক। তাই গরু হারানোর ভয়ে রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন অনেক কৃষক।
গতকাল বুধবার থানাবাজারে একটি চায়ের দোকানে কথা হয় এমনই এক কৃষক মো. উসমান গণির সঙ্গে। তাঁর ছোট-বড় চারটি গরু রয়েছে। গরু চুরির ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে গোয়ালঘরের পাশেই বিছানা পেতেছেন। জমিতে সারা দিন কাজ শেষে রাত জেগে গরু পাহারা দেন।
একই অবস্থা কৃষক মাইন উদ্দিনের। তাঁরও ছোট-বড় সাতটি গরু আছে।
তিনি বলেন, গরুগুলো চুরি হয়ে গেলে পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাই বাধ্য হয়েই গোয়ালঘরের পাশে বিছানা পেতেছি, রাত জেগে গরু পাহারা দিই।
এদিকে, গরু চুরির বিষয়টি স্বীকার করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, সবেমাত্র থানায় যোগদান করেছেন। এসব চুরির ঘটনায় একটিমাত্র লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের দরিদ্র কৃষক সুন্দর আলী। ছোট-বড় মিলিয়ে তাঁর গোয়ালঘরে নয়টি গরু। জমিতে হালচাষ, ধান মাড়াই বা দুধের ঘাটতি মেটানোর প্রধান ভরসা এসব গরু। গত সোমবার রাতে তাঁর সাতটি গরু চুরি হয়ে যায়।
এর মধ্যে জানা গেল, চুরি যাওয়া সাতটি গরুর মধ্যে পাঁচটি এক বিধবার। গরুগুলো পরিচর্যা করতেন সুন্দর আলী।
আগের দিন রোববার রাতে চাঁনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের গোয়ালঘর থেকে চুরি হয় পাঁচটি গরু। একই রাতে পার্শ্ববর্তী খায়েরগাঁও গ্রামের নাসির মিয়ার চারটি গরু চুরি হয়।
ভুক্তভোগী কৃষক সিদ্দিকুর রহমান বলেন, স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। নিজের চাষযোগ্য কোনো জমি নেই। অন্যের জমিতে লাঙল দেওয়া ও ফসল মাড়াইয়ের কাজ করেই তাঁর আয় হয়। এসব কাজে পাঁচটি গরুই ছিল প্রধান ভরসা। কিন্তু হঠাৎই গরুগুলো চুরি যাওয়ায় বিপদে পড়েছেন তিনি। তাঁর মতে, গরুগুলোর বাজার মূল্য অন্তত আড়াই লাখ টাকা।
এ ছাড়া কয়েক দিন আগে নতুন মেঘারগাঁও গ্রামের মস্তু মিয়ার দুটি, সাজু মিয়ার দুটি এবং ফালু মিয়ার দুটি গরু চুরি হয়। তারও আগে একই গ্রামের কামাল মিয়ার চারটি গরু চুরি হয়। উত্তর ঢালারপাড় গ্রামের গিয়াস উদ্দিনের চুরি হয়েছে দুটি গরু।
জানা গেছে, গরু চুরির এসব ঘটনায় অনেকেই থানায় অভিযোগ করেননি। কেউ কেউ অভিযোগ করলেও মেলেনি গরুর সন্ধান।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গ্রামে গ্রামে এখন গরু চুরির আতঙ্ক। কৃষিকাজ বা আয়ের প্রধান অনুষঙ্গ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন স্বল্প আয়ের অনেক কৃষক। তাই গরু হারানোর ভয়ে রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন অনেক কৃষক।
গতকাল বুধবার থানাবাজারে একটি চায়ের দোকানে কথা হয় এমনই এক কৃষক মো. উসমান গণির সঙ্গে। তাঁর ছোট-বড় চারটি গরু রয়েছে। গরু চুরির ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে গোয়ালঘরের পাশেই বিছানা পেতেছেন। জমিতে সারা দিন কাজ শেষে রাত জেগে গরু পাহারা দেন।
একই অবস্থা কৃষক মাইন উদ্দিনের। তাঁরও ছোট-বড় সাতটি গরু আছে।
তিনি বলেন, গরুগুলো চুরি হয়ে গেলে পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাই বাধ্য হয়েই গোয়ালঘরের পাশে বিছানা পেতেছি, রাত জেগে গরু পাহারা দিই।
এদিকে, গরু চুরির বিষয়টি স্বীকার করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, সবেমাত্র থানায় যোগদান করেছেন। এসব চুরির ঘটনায় একটিমাত্র লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে