Ajker Patrika

ট্রেন আটকে কর্মীদের অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৩: ৫৩
ট্রেন আটকে কর্মীদের অবরোধ

টিকিট ছাড়াই স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশে বাধা দেওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেল কর্মচারীকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে অবরোধ ও মানববন্ধন হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশনে প্রবেশ করলে নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা রেললাইনের ওপর জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরে রেলওয়ের বিভাগীয় ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি বাস্তবায়নের আশ্বাসে এক ঘণ্টা ১০ মিনিট পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার নূর মোহাম্মদ বলেন, গত বুধবার ট্রেনের টিকিট চেক করা নিয়ে রেলওয়ের নিরাপত্তাকর্মীদের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা ও তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবিতে রেলওয়ের নিরাপত্তাকর্মীরা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখেন। এক ঘণ্টা ১০ মিনিট পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেন আন্দোলনকারীরা।

এর আগে বুধবার বিকেল দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ-নেওয়াজ রেলওয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় নিরাপত্তা বাহিনীর সদস্য তাঁর কাছে টিকিট দেখতে চাইলে তিনি টিকিট না দেখিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাঁকে স্টেশনের একটি রুমে আটক করে রাখেন। এ সময় খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারীরা এসে উপপরিচালককে জোরপূর্বক ছাড়িয়ে নিতে চাইলে ধস্তাধস্তি হয়। এ সময় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদ পারভেজ (৩০), টিকিট কালেক্টর রিপন মিয়া (২৭) ও মো. নাহিদ নামে ৩ জন আহত হন।

আন্দোলনকারী টিকিট কালেক্টর রিপন মিয়া বলেন, ‘ট্রেনের টিকিট চেক করাকে কেন্দ্র করে বুধবার ছয়টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তরের কয়েকজন ইন্সপেক্টর রেলওয়ের নিরাপত্তাকর্মীদের লাঠিপেটা করে আহত করেন। এতে কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা মামলা করলেও তা গ্রহণ না করায় আজকে এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।’

এদিকে বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার নূর মোহাম্মদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লালমনিরহাটের সহকারী কমান্ড্যান্ট আতাউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনাজপুর রেলস্টেশনের ভিআইপি রুমে বৈঠকে মিলিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত