সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় নিহত স্কুলছাত্র দেলোয়ার হোসেন সাগরের হত্যাকারীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সলঙ্গা থানার মাছিয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা জামিনে বের হয়ে বাদী পক্ষকে মামলা তুলে নেওয়াসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত স্কুলছাত্রের মা দেলরুবা খাতুন, নানা দুলাল হোসেন মির্জা, খালা রঞ্জনা খাতুন, মামা আব্দুস সোবহান, স্থানীয় ইউপি সদস্য সেলিম মোল্লা, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ হাসান রাজিব প্রমুখ। বক্তারা, দেলায়ার হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে দেলোয়ারের মা দেলরুবা খাতুন বলেন, ‘দেলোয়ারের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে ভোটারও ছিল না। ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে বাড়ির পাশের ভোটকেন্দ্রে গিয়েছিল সে। দেলোয়ারকে একা পেয়ে সদস্য পদের প্রার্থী হিরা সর্দার, তোতা মিয়া ও সালামসহ অন্তত ২০/২৫ জন রড ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করেন।’
সিরাজগঞ্জের সলঙ্গায় গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় নিহত স্কুলছাত্র দেলোয়ার হোসেন সাগরের হত্যাকারীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সলঙ্গা থানার মাছিয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা জামিনে বের হয়ে বাদী পক্ষকে মামলা তুলে নেওয়াসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত স্কুলছাত্রের মা দেলরুবা খাতুন, নানা দুলাল হোসেন মির্জা, খালা রঞ্জনা খাতুন, মামা আব্দুস সোবহান, স্থানীয় ইউপি সদস্য সেলিম মোল্লা, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ হাসান রাজিব প্রমুখ। বক্তারা, দেলায়ার হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে দেলোয়ারের মা দেলরুবা খাতুন বলেন, ‘দেলোয়ারের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে ভোটারও ছিল না। ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে বাড়ির পাশের ভোটকেন্দ্রে গিয়েছিল সে। দেলোয়ারকে একা পেয়ে সদস্য পদের প্রার্থী হিরা সর্দার, তোতা মিয়া ও সালামসহ অন্তত ২০/২৫ জন রড ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪