পূর্বধলায় আ. লীগ থেকে ১০ জনকে বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০৮: ০৭
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ০৮

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হওয়ায় নেত্রকোনার পূর্বধলায় ১০ জনকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- ঘাঘড়া ইউনিয়নের মো. মাজহারুল ইসলাম, জারিয়া ইউনিয়নের মো. ইউনুস আলী মণ্ডল, মো. আমিনুল ইসলাম, আগিয়া ইউনিয়নের ছানোয়ার হোসেন চৌধুরী, বিশকাকুনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, খলিশাউড় ইউনিয়নের মো. ইয়াকুব আলী, গোহালাকান্দা ইউনিয়নের মো. আনোয়ার হোসেন, হাসনাত জামান খোকন, বৈরাটি ইউনিয়নের আনিসুজ্জামান তালুকদার ও মো. সাজ্জাত হোসেন।

পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন জানান, সাময়িকভাবে বহিষ্কার হওয়া ওই নেতাদেরকে নির্বাচনে অংশ না নিয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছিল।

কিন্তু তাঁরা অনুরোধ উপেক্ষা করে সরাসরি নির্বাচনে প্রার্থী হন। এ জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত