ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে তিন দিনব্যাপী এ মেলার সমাপনী দিনেও সবার নজর কেড়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘মানবসেবা’র সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী স্টল। মেলায় ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষ এই প্রদর্শনী দেখতে ভিড় করেন।
এ স্টলে নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি ও কৃষিকার্যে ব্যবহৃত ৩০-৩৫টি সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বেত দিয়ে তৈরি ধামা, দাঁড়িপাল্লা, কাঠা, বাঁশ ও শালপাতা দিয়ে তৈরি মাথল, গরুর মুখে লাগানো গোমাই, ডিমবাতি, হারিকেন, জাঁতা, কাঠের তৈরি প্রশস্ত ধান মাড়াই পিঁড়া, কৃষিকাজে মাটি চাষের জন্য জোয়াল, লাঙল, বাহক, আঁচড়া (বিদা), মই, খড় মাড়াই কাজে ব্যবহৃত কাঁড়ইল, ধান ভাঙা ঢেঁকি, বাঁশের তৈরি ডালি, চাঙারি, চাল ও ধান ঝাড়ার কুলা, মাটির তৈরি ডাবর (সংরক্ষণ পাত্র) এবং গরুর গাড়ি উল্লেখযোগ্য।
মেলায় ঘুরতে আসা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফরোজা খানম জানায়, সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী স্টল দেখে সে বিস্মিত। সে এই কৃষি যন্ত্রগুলো আগে কখনো দেখেনি।
‘মানবসেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, একসময় গৃহস্থালি ও কৃষিকাজে যেসব যন্ত্রপাতি ব্যবহার করতেন, আজ তা বিলুপ্তপ্রায়। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের বিলুপ্ত হয়ে যাওয়া এসব নিদর্শন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের বলেন, তরুণ প্রজন্ম জানে না, আগে কৃষিকাজে কী ধরনের যন্ত্রপাতির ব্যবহার করতেন কৃষকেরা। বর্তমানে অত্যাধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন এসেছে। কিন্তু আজ থেকে ১০ বছর পর এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। তখন আরও অত্যাধুনিক কিছু আসবে। তাই প্রজন্ম থেকে প্রজন্মের এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাটা প্রয়োজন ছিল।
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে তিন দিনব্যাপী এ মেলার সমাপনী দিনেও সবার নজর কেড়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘মানবসেবা’র সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী স্টল। মেলায় ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষ এই প্রদর্শনী দেখতে ভিড় করেন।
এ স্টলে নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি ও কৃষিকার্যে ব্যবহৃত ৩০-৩৫টি সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বেত দিয়ে তৈরি ধামা, দাঁড়িপাল্লা, কাঠা, বাঁশ ও শালপাতা দিয়ে তৈরি মাথল, গরুর মুখে লাগানো গোমাই, ডিমবাতি, হারিকেন, জাঁতা, কাঠের তৈরি প্রশস্ত ধান মাড়াই পিঁড়া, কৃষিকাজে মাটি চাষের জন্য জোয়াল, লাঙল, বাহক, আঁচড়া (বিদা), মই, খড় মাড়াই কাজে ব্যবহৃত কাঁড়ইল, ধান ভাঙা ঢেঁকি, বাঁশের তৈরি ডালি, চাঙারি, চাল ও ধান ঝাড়ার কুলা, মাটির তৈরি ডাবর (সংরক্ষণ পাত্র) এবং গরুর গাড়ি উল্লেখযোগ্য।
মেলায় ঘুরতে আসা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফরোজা খানম জানায়, সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী স্টল দেখে সে বিস্মিত। সে এই কৃষি যন্ত্রগুলো আগে কখনো দেখেনি।
‘মানবসেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, একসময় গৃহস্থালি ও কৃষিকাজে যেসব যন্ত্রপাতি ব্যবহার করতেন, আজ তা বিলুপ্তপ্রায়। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের বিলুপ্ত হয়ে যাওয়া এসব নিদর্শন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের বলেন, তরুণ প্রজন্ম জানে না, আগে কৃষিকাজে কী ধরনের যন্ত্রপাতির ব্যবহার করতেন কৃষকেরা। বর্তমানে অত্যাধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন এসেছে। কিন্তু আজ থেকে ১০ বছর পর এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। তখন আরও অত্যাধুনিক কিছু আসবে। তাই প্রজন্ম থেকে প্রজন্মের এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাটা প্রয়োজন ছিল।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে