Ajker Patrika

এক দিনে পেঁয়াজের দাম কমল কেজিপ্রতি ৮ টাকা

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২২
এক দিনে পেঁয়াজের দাম কমল কেজিপ্রতি ৮ টাকা

সরবরাহ বাড়ায় এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পাইকারিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে চার থেকে আট টাকা।

এক দিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি দরে, বর্তমান তা কমে ৩২ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, আমদানি বাড়লেও স্থলবন্দরে আগের দামেই পেঁয়াজের বিক্রি হচ্ছে।

হিলি বাজার পেঁয়াজ কিনতে আসা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এক সপ্তাহ আগেও দেশীয় পেঁয়াজ ২২ টাকা থেকে ২৪ টাকায় কিনেছিলাম, সপ্তাহর ব্যবধান সেই পেঁয়াজ এখন ৩৫ থেকে ৪০ টাকায় কিনতে হচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে আমাদের খুব সমস্যার মধ্য পড়তে হচ্ছে। যদিও একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কিছুটা কমেছে, দামটা যেন আগের অবস্থায় আসে তাহলে আমাদের জন্য ভালো হয়।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে।

এছাড়া গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে২ ট্রাকে মাত্র ২৯ টন পেঁয়াজ আমদানি হয়, সেখানে গত শনিবার ১৪ ট্রাকে ৪০৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানান স্থলবন্দরের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত