দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
টানা তিন মেয়াদে আওয়ামী লীগ ও তার শরিকদের দখলে থাকা কুষ্টিয়া-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। দলটির মনোনয়নপ্রত্যাশী নেতারা এরই মধ্যে শুরু করেছেন গণসংযোগ। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এ আসনে আওয়ামী লীগ ভালো অবস্থানে থাকলেও দলীয় কোন্দল প্রকট। এর প্রভাব নির্বাচনে পড়তে পারে, এমন ধারণা দলটির জ্যেষ্ঠ নেতাদের।
এদিকে আওয়ামী লীগের এ কোন্দল কাজে লাগিয়ে ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপি।মনোনয়নপ্রত্যাশীরা অপেক্ষা করছেন, দলটি নির্বাচনে অংশ নেয় কি না, সেই সিদ্ধান্তের জন্য।
দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় তৃণমূল আওয়ামী লীগে দ্বন্দ্ব চরমে। নিজস্ব ও ব্যক্তিবলয় তৈরি করতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন নেতারা। বেশির ভাগ জায়গায় আওয়ামী লীগের চেয়ে গুরুত্ব পাচ্ছে ‘ভাই লীগ’। নেতারা তৈরি করছেন নিজস্ব গ্রুপ। এই গ্রুপিংয়ের কারণে অনেক জায়গায় অপদস্থ হচ্ছেন দলের ত্যাগী ও পুরোনো নেতা-কর্মীরা। এমনকি বিভিন্ন সভা-সমাবেশের ব্যানার, ফেস্টুনেও ঠাঁই পাচ্ছে না জেলার শীর্ষ নেতাদের ছবি। সমস্যা সমাধানে বারবার চেষ্টা করেও ফল মিলছে না। এতে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
একসময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়ার সব কটি আসনই দলটির দখলে ছিল। বিএনপির সেই দুর্গ এখন আর নেই। আওয়ামী লীগ ফাটল ধরিয়েছে। পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এখানে আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকেরা সব আসনে বিজয়ী হয়েছে।
কুষ্টিয়া-৩ আসনে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুর্গে আঘাত হেনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন খন্দকার রশীদুজ্জামান দুদু। তাঁর মৃত্যুর পর দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলীয় মনোনয়ন পান মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগের অন্যতম নীতিনির্ধারক এই নেতা সে সময় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বাসিন্দা ছিলেন।
জোটগত নির্বাচনের কারণে ওই আসন তাঁকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ছেড়ে দিতে হয়। ফলে দশম জাতীয় সংসদ নির্বাচনে হানিফ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে নির্বাচন করেন।
আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে হানিফ এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। প্রতি সপ্তাহে তিনি ঢাকা থেকে কুষ্টিয়ায় ছুটে এসে গণসংযোগসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
হানিফ ছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. এ এফ এম আমিনুল হক রতন, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে নর্দান আয়ারল্যান্ড, ইউকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খন্দকার মাহাতাবুল হক জয়ের নাম শোনা যাচ্ছে।
বিএনপির অবস্থা: এদিকে সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপির নেতারাও প্রস্তুতি নিচ্ছেন; শেষ পর্যন্ত যদি দল নির্বাচনে যায় এ আশায়। এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু দলীয় মনোনয়ন চাইবেন।
অন্য দল: জাতীয় পার্টির (জাপা) সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জেলার সভাপতি নাফিজ আহমেদ খান টিটু এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) প্রার্থী জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন।
মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য: আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আমিনুল হক বলেন, ‘আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এই সংকট নিরসনের চেষ্টা চলছে। তা ছাড়া ২০১৪ সালে এ আসন থেকে যৌথভাবে আমাকেও মনোনয়ন দেওয়া হয়েছিল। এবারও আমি মনোনয়নপ্রত্যাশী। নির্বাচনে অংশগ্রহণ করার সব রকম প্রস্তুতি আমার রয়েছে।’
আরেক মনোনয়নপ্রত্যাশী খন্দকার মাহাতাবুল হক জয় বলেন, ‘স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থেকেছি। বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে সক্রিয় থেকে ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছি। এখন প্রবাসে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি। আশা করি, আপা (শেখ হাসিনা) আমার মূল্যায়ন করবেন।’
জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, ‘১৪ দলের শরিক দল জাসদ। দল থেকে আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব।’ তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক সম্পর্ক শক্তিশালী। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, ‘এই মুহূর্তে আমরা সরকারের পতনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবছি না। দল থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হলে এবারও মনোনয়ন চাইব।’
টানা তিন মেয়াদে আওয়ামী লীগ ও তার শরিকদের দখলে থাকা কুষ্টিয়া-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। দলটির মনোনয়নপ্রত্যাশী নেতারা এরই মধ্যে শুরু করেছেন গণসংযোগ। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এ আসনে আওয়ামী লীগ ভালো অবস্থানে থাকলেও দলীয় কোন্দল প্রকট। এর প্রভাব নির্বাচনে পড়তে পারে, এমন ধারণা দলটির জ্যেষ্ঠ নেতাদের।
এদিকে আওয়ামী লীগের এ কোন্দল কাজে লাগিয়ে ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপি।মনোনয়নপ্রত্যাশীরা অপেক্ষা করছেন, দলটি নির্বাচনে অংশ নেয় কি না, সেই সিদ্ধান্তের জন্য।
দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় তৃণমূল আওয়ামী লীগে দ্বন্দ্ব চরমে। নিজস্ব ও ব্যক্তিবলয় তৈরি করতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন নেতারা। বেশির ভাগ জায়গায় আওয়ামী লীগের চেয়ে গুরুত্ব পাচ্ছে ‘ভাই লীগ’। নেতারা তৈরি করছেন নিজস্ব গ্রুপ। এই গ্রুপিংয়ের কারণে অনেক জায়গায় অপদস্থ হচ্ছেন দলের ত্যাগী ও পুরোনো নেতা-কর্মীরা। এমনকি বিভিন্ন সভা-সমাবেশের ব্যানার, ফেস্টুনেও ঠাঁই পাচ্ছে না জেলার শীর্ষ নেতাদের ছবি। সমস্যা সমাধানে বারবার চেষ্টা করেও ফল মিলছে না। এতে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
একসময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়ার সব কটি আসনই দলটির দখলে ছিল। বিএনপির সেই দুর্গ এখন আর নেই। আওয়ামী লীগ ফাটল ধরিয়েছে। পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এখানে আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকেরা সব আসনে বিজয়ী হয়েছে।
কুষ্টিয়া-৩ আসনে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুর্গে আঘাত হেনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন খন্দকার রশীদুজ্জামান দুদু। তাঁর মৃত্যুর পর দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলীয় মনোনয়ন পান মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগের অন্যতম নীতিনির্ধারক এই নেতা সে সময় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বাসিন্দা ছিলেন।
জোটগত নির্বাচনের কারণে ওই আসন তাঁকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ছেড়ে দিতে হয়। ফলে দশম জাতীয় সংসদ নির্বাচনে হানিফ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে নির্বাচন করেন।
আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে হানিফ এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। প্রতি সপ্তাহে তিনি ঢাকা থেকে কুষ্টিয়ায় ছুটে এসে গণসংযোগসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
হানিফ ছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. এ এফ এম আমিনুল হক রতন, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে নর্দান আয়ারল্যান্ড, ইউকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খন্দকার মাহাতাবুল হক জয়ের নাম শোনা যাচ্ছে।
বিএনপির অবস্থা: এদিকে সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপির নেতারাও প্রস্তুতি নিচ্ছেন; শেষ পর্যন্ত যদি দল নির্বাচনে যায় এ আশায়। এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু দলীয় মনোনয়ন চাইবেন।
অন্য দল: জাতীয় পার্টির (জাপা) সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জেলার সভাপতি নাফিজ আহমেদ খান টিটু এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) প্রার্থী জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন।
মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য: আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আমিনুল হক বলেন, ‘আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এই সংকট নিরসনের চেষ্টা চলছে। তা ছাড়া ২০১৪ সালে এ আসন থেকে যৌথভাবে আমাকেও মনোনয়ন দেওয়া হয়েছিল। এবারও আমি মনোনয়নপ্রত্যাশী। নির্বাচনে অংশগ্রহণ করার সব রকম প্রস্তুতি আমার রয়েছে।’
আরেক মনোনয়নপ্রত্যাশী খন্দকার মাহাতাবুল হক জয় বলেন, ‘স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থেকেছি। বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে সক্রিয় থেকে ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছি। এখন প্রবাসে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি। আশা করি, আপা (শেখ হাসিনা) আমার মূল্যায়ন করবেন।’
জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, ‘১৪ দলের শরিক দল জাসদ। দল থেকে আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব।’ তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক সম্পর্ক শক্তিশালী। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, ‘এই মুহূর্তে আমরা সরকারের পতনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবছি না। দল থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হলে এবারও মনোনয়ন চাইব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে