Ajker Patrika

‘নির্বাচন এলেই আমাকে রাজাকার বানানো হয়’

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫: ৫৮
‘নির্বাচন এলেই আমাকে রাজাকার বানানো হয়’

‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এলেই আমাকে রাজাকার ও পিস কমিটির সদস্য বানানো হয়। নির্বাচনে আমাকে পরাজিত ও সম্মানহানির জন্য প্রতিপক্ষরা এ ধরনের অপপ্রচার চালায়।’

গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম সিদ্দিকুর রহমান কেশবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি গৌরীঘোনা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের সমর্থনে ইতিপূর্বে ৪ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বর্তমান আমি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছি। আসন্ন ৫ম ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীঘোনা ইউনিয়ন থেকে আমার ছেলে মাসুদুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। ছেলের এ জনপ্রিয়তায় ভীত হয়ে গত ২২ নভেম্বর গৌরীঘোনা গ্রামের মৃত ইউসুপ শেখের ছেলে শেখ সিদ্দিকুর রহমান পরিকল্পিতভাবে আমাকে শান্তি কমিটির সহসেক্রেটারী আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা আমার ও সন্তানদের জনপ্রিয়তা কমাতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমি যে পিস কমিটির সদস্য ছিলাম না তা নিশ্চিত করে ২০১৩ সালের ১২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী প্রত্যয়নপত্র দেন। ২০১৬ সালের ৩ মার্চ অনুরূপ প্রত্যয়নপত্র প্রদান করেন সাবেক কমান্ডার মো. আনিছুর রহমান খান।’

তিনি সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, আবুল হোসেন, মনোয়ার হোসেন, আছির উদ্দিন, রেজাউল করিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত