কান্না থামল শিশুর, মায়ের মুখে ফিরল হাসি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২২, ০৮: ১৩
আপডেট : ৩১ মে ২০২২, ১৪: ০৪

এক সন্তান কোলে আরেক সন্তান গর্ভে। পারিবারিক কলহের জেরে ৯ মাসের শিশু সন্তানকে আটকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি জোর করে পাঠিয়ে দেন স্বামী। দুধের শিশুকে না পেয়ে পাগলের মতো হয়ে যান মা। পরে আদালতের নির্দেশে ১৩ দিন পর সন্তানকে বাবার বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। কান্না থামল শিশুটির আর মায়ের মুখে ফিরল হাসি।

জগন্নাথপুর থানা-পুলিশ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের আবু মিয়া ছেলে সাইদুর রহমানের সঙ্গে জগন্নাথপুরের কাতিয়া অলইতলী গ্রামের ছোবা মিয়ার মেয়ে শেফালি বেগমের বিয়ে হয়। দুই বছরের দাম্পত্য জীবনে তাদের নয় মাসের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে শেফালি তিন মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক কলহের জেরে গত ১৭ মে নয় মাসের শিশু সামিউল রহমানকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন স্বামী।

গতকাল সোমবার শেফালি বেগম অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকে নানা অজুহাতে আমাকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন মারধর করে। আমার দুধের শিশুকে আটকে রাখায় শিশুটি মাতৃদুগ্ধের জন্য কাঁদছিল।’

শেফালি বেগম আরও বলেন, ‘অনেক লোকজনকে দিয়ে কাকুতি মিনতি করেও সন্তানকে না পাওয়ায় বাধ্য হয়ে সুনামগঞ্জ পারিবারিক আদালতে মামলা দায়ের করি। আদালতের নির্দেশে জগন্নাথপুর থানা-পুলিশ গত রোববার রাতে আমার বুকের ধনকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেন।’

এ ব্যাপারে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, ‘শিশুটি মায়ের দুধের জন্য কাঁদছিল। আর মা শিশুটির জন্য পাগলের মতো ছুটছিল। আদালতের আদেশে শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।’

এসআই আরও বলেন, ‘শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ায় মায়ের মুখেও হাসি ফুটেছে। দেখে ভালো লাগল।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত