Ajker Patrika

ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৩
ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে এক ভুয়া চিকিৎসক আটক হয়েছেন। আটকের পর তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা ধার্য করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক চিকিৎসকের নাম তন্ময় অধিকারী (২৭)। গত সোমবার দুপুরে র‍্যাব-৬ এর একটি দল ডুমুরিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডুমুরিয়া সদরের রাজ মেডিকেল ফার্মেসির সামনের চেম্বারে কথিত চিকিৎসক তন্ময় অধিকারী নিজেকে জেনারেল মেডিসিন, মা ও শিশু রোগে অভিজ্ঞ ও ডিএমএফ, ঢাকা পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দেন। সেখানে তার পরিচয় হিসেব আরও লেখা রয়েছে, বিএমডিসি, রেজিঃ নং-ডি-১১৬৪২, এফ, পি। তিনি ২৫০ শয্যা হাসপাতাল খুলনার সাইনবোর্ড ঝুলিয়ে এবং ব্যবস্থাপত্র ও ভিজিটিং কার্ডে একই পদ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনার সদস্যরা সোমবার দুপুরে সেখানে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এরপর ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াদুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০ / ২৯ (১১) ধারা মোতাবেক তাকে ১ লাখ টাকা জরিমানা এবং এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে খুলনা জেলা কারাগারে পাঠায়।

উল্লেখ্য, তন্ময় অধিকারীকে প্রায় ৬ মাস আগেও ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে কারাগার থেকে বেরিয়ে এসে আবারও রাজ মেডিকেল ফার্মেসির সামনে একটি চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত