Ajker Patrika

ইউজিসির কৌশলপত্র বিশ্বব্যাংকের দেওয়া

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১: ৫৯
ইউজিসির কৌশলপত্র বিশ্বব্যাংকের দেওয়া

পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেওয়া কৌশলপত্র ইউজিসির নয়, বিশ্বব্যাংকের দেওয়া বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গতকাল সোমবার ‘পাবলিক বিশ্ববিদ্যালয় কনভেনশন’ উদ্বোধনকালে এই অভিযোগ করেন তিনি।

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে এই আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ মার্ক্সবাদী)। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ইউজিসি কৌশলপত্র দিয়েছে। এটাই আমরা জানি। কিন্তু এ কৌশলপত্র দিয়েছে মূলত বিশ্বব্যাংক।’ আনু মুহাম্মদ আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় মানে সরকারি বিশ্ববিদ্যালয় নয়, পাবলিক বিশ্ববিদ্যালয় মানে সর্বজনের বিশ্ববিদ্যালয়। সর্বজনের টাকা দিয়ে যেন শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারে তার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও সর্বজনের ভূমিকা থাকতে হয়।

আনু মুহাম্মদ বলেন, মানুষের মেধা থেকে শুরু করে পাবলিক যত কিছু আছে সবকিছুকে প্রাইভেট করার চেষ্টা করা হচ্ছে, সবকিছুকে বাণিজ্যভিত্তিক করা হচ্ছে, পুঁজির অন্তর্ভুক্ত করা হচ্ছে—এটাই হলো নব্য উদারতাবাদ। এই নব্য উদারতাবাদের কবলে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। এটা নিয়ে শিক্ষকদের প্রশ্ন তোলা দরকার।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য দেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ঢাবির সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজী, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাসদ মাক্সবাদীর সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গবেষক মাহা মির্জাসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

বক্তারা উচ্চশিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সংকোচন ও দুশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। উদ্বোধন ও প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত। প্রথম অধিবেশনের পরে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দ্বিতীয় অধিবেশন বেলা সাড়ে ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় কনভেনশন শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত