জনসভার জন্য ঘাটে বসছে ২০ পন্টুন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২২, ০৬: ৩৫
আপডেট : ২২ জুন ২০২২, ১৪: ৩২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় দক্ষিণাঞ্চল থেকে যে লঞ্চ ঘাটে আসবে, তা ভেড়ার জন্য ২০টি পন্টুন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গত শনিবার তিনি মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়, সেতু বিভাগ, জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সবাই সমন্বিতভাবে জনসভা সফল করতে কাজ করছে। দক্ষিণাঞ্চল থেকে যেসব লঞ্চ এখানে আসবে সেগুলো যাতে ভালোভাবে ভিড়তে পারে, সে ব্যাপারটি আমরা গুরুত্ব দিচ্ছি। এ জন্য এখানে ২০টি পন্টুন বসানো হচ্ছে। পানির উচ্চতা বাড়লে যাত্রী নামাতে ট্রলারও থাকবে।’

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ শুধু রেসকোর্স ময়দানেই সীমাবদ্ধ ছিল না, সাড়ে ৭ কোটি বাঙালির হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তেমনি ৫০ বছর পরে বাংলাদেশ এমন আরেকটি দিন উদ্‌যাপন করতে যাচ্ছে। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানও লাখ লাখ মানুষ নয়, দেশের ১৭ কোটি মানুষ যুক্ত হবে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভায় কেউ বলছে ১০ লাখ, কেউ বলছে ২৫ লাখ, কেউ বলছে ৩০ লাখ মানুষের উপস্থিতি হবে। আসলে এটা বড় বিষয় নয়। বাংলাদেশের ১৭ কোটি মানুষই সেদিন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে যাবে।’

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এ সময় মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত