Ajker Patrika

শিল্পপতি নাছির উদ্দিনের মরদেহ আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৬: ১৫
শিল্পপতি নাছির উদ্দিনের মরদেহ আসছে আজ

রপ্তানিমুখী পোশাকশিল্পের অন্যতম পথিকৃৎ প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান এম নাছির উদ্দিনের মরদেহ আজ বুধবার চট্টগ্রামে আসছে। এদিকে তাঁর মৃত্যুতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মন্ত্রী-এমপিরা শোকবার্তা পাঠিয়েছেন।

শোকবার্তায় তাঁরা বলেন, নাছির উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রামের গার্মেন্ট শিল্প পরিবার একজন অন্যতম অভিভাবক হারাল। তাঁর অনুপস্থিতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।

গত সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম নাছির উদ্দিন মারা যান। আজ বুধবার সকালে বিমানযোগে তাঁর মরদেহ চট্টগ্রামে আনা হবে। এরপর চট্টগ্রামে তিনটি জানাজা শেষে মরদেহ তাঁর নিজ বাড়ি সীতাকুণ্ডের ছলিমপুরে সমাহিত করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন। চেম্বার থেকে পাঠানো শোক বার্তায় তাঁরা বলেন, মরহুম দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি এবং সিআইপি। তৈরি পোশাক রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে তিনি অন্যতম পথিকৃৎ। তাঁর প্রতিষ্ঠান দেশের সেরা রপ্তানিকারক হিসেবে বহু বছর যাবৎ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত। তিনি বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁর মৃত্যুতে যে শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে তাঁর পরিবারের সদস্যরা সইতে পারেন সে জন্য পরম করুণাময় আল্লাহর রহমত কামনা করেন।

বিকেএমইএ থেকে পাঠানো শোকবার্তায় সংগঠনটির সহসভাপতি ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল বলেন, এম নাছির উদ্দিন চট্টগ্রাম তথা বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম কিংবদন্তি। দেশের শিল্পায়ন, কর্মসংস্থানসহ জাতীয় রপ্তানিতে তাঁর অবদান অপরিসীম।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শোকবার্তায় বলেন, বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের উন্নয়ন ও প্রসারে নাছির উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাঁর মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মৃত্যুতে বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে।

শোকবার্তায় এম এ লতিফ এমপি বলেন, নাছির উদ্দিন দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি এবং সিআইপি। তৈরিপোশাক রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে তিনি অন্যতম পথিকৃৎ। তিনি বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমীরুল হক, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীও শোক জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত