Ajker Patrika

আরজ আলী মাতুব্বরের দর্শন এখন খুব প্রয়োজন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৩
আরজ আলী মাতুব্বরের  দর্শন এখন  খুব প্রয়োজন

মুক্তমনা, স্বশিক্ষিত ও প্রথাবিরোধী লেখক ও দার্শনিক আরজ আলী মাতুব্বরের ১২১তম জন্মদিন উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিকল ছিঁড়ে এসো গণমানুষের ভিড়ে’ এই প্রতিপাদ্যে গতকাল শুক্রবার নগরীর খেয়ালি গ্রুপ থিয়েটার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বরিশাল গণনাট্য সংস্থা।

স্মরণসভায় বক্তারা বলেন, অনেক বছর আগে আরজ আলী মাতুব্বর সাম্যবাদী শোষণমুক্ত অসাম্প্রদায়িক কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলে গিয়েছিলেন। বর্তমানে দেশে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে। করপোরেট পুঁজিবাজারীরা আজ ধনী-গরিবের মধ্যে পাহাড় সমান শোষণ, জুলুম, ঘুষ, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। তাই এখন আরজ আলী মাতুব্বরের দর্শন খুব বেশি প্রয়োজন হয়ে উঠেছে। তাঁর দর্শন যদি ধারণ করতে পারি, তাহলে অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে স্মরণসভার আলোচনায় অংশ নেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, সংস্কৃতিজন অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যল, অধ্যাপক মাহবুবুল আলম সেলিম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন আকাশ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, হারুন অর রশিদ, উপাধ্যক্ষ হারুন অর রশিদ, গণফোরাম নেতা অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত