আজকের পত্রিকা ডেস্ক
পাহাড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা ও পথনাটক অনুষ্ঠিত হয়। দিবসের এবার প্রতিপাদ্য ‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার।’
বান্দরবানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। দেশের মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে এমনিতেই আমাদের বনভূমি কম আছে। যেটুকু আছে সেটুকুই যথাযথভাবে সংরক্ষণ করা দরকার। পাশাপাশি নতুন নতুন বনভূমি সৃজনে উদ্যোগ নিতে হবে।’
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বান্দরবান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সভার সভাপতিত্ব করেন বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা উপবন সংরক্ষক (ডিএফও) মাহমুদুল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বন বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
রোয়াংছড়ি: বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহারসংলগ্ন মাঠে মারমা ভাষায় সচেতনতামূলক ‘ঙাতং ঙাআস্বাক’ (আমার বন আমার জীবন) পথনাটক পরিবেশন করেন স্থানীয় জনগোষ্ঠীর সদস্যরা। এর আয়োজন করে আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং।
রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহ্লাঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপম। প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মো. জাহিদ হাসানের সঞ্চালনা করেন।
রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ঝগড়াবিল এলাকার ক্যাম্পাসে গতকাল সকালে শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগ ও আরণ্যক ফাউন্ডেশনের উদ্যোগে শুরুতে একটি শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে শেষ হয়।
এদিকে বেলা ১১টায় দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র ফরেস্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ফরিদ উদ্দীন আহমেদ।
কাপ্তাই: কাপ্তাই বন বিভাগের অধীন কাপ্তাই জাতীয় উদ্যান থেকে একটা শোভাযাত্রা গতকাল উপজেলার সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় উদ্যানে ইউএনও মুনতাসির জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খান। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলসহ অন্যরা।
পাহাড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা ও পথনাটক অনুষ্ঠিত হয়। দিবসের এবার প্রতিপাদ্য ‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার।’
বান্দরবানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। দেশের মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে এমনিতেই আমাদের বনভূমি কম আছে। যেটুকু আছে সেটুকুই যথাযথভাবে সংরক্ষণ করা দরকার। পাশাপাশি নতুন নতুন বনভূমি সৃজনে উদ্যোগ নিতে হবে।’
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বান্দরবান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সভার সভাপতিত্ব করেন বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা উপবন সংরক্ষক (ডিএফও) মাহমুদুল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বন বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
রোয়াংছড়ি: বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহারসংলগ্ন মাঠে মারমা ভাষায় সচেতনতামূলক ‘ঙাতং ঙাআস্বাক’ (আমার বন আমার জীবন) পথনাটক পরিবেশন করেন স্থানীয় জনগোষ্ঠীর সদস্যরা। এর আয়োজন করে আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং।
রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহ্লাঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপম। প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মো. জাহিদ হাসানের সঞ্চালনা করেন।
রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ঝগড়াবিল এলাকার ক্যাম্পাসে গতকাল সকালে শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগ ও আরণ্যক ফাউন্ডেশনের উদ্যোগে শুরুতে একটি শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে শেষ হয়।
এদিকে বেলা ১১টায় দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র ফরেস্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ফরিদ উদ্দীন আহমেদ।
কাপ্তাই: কাপ্তাই বন বিভাগের অধীন কাপ্তাই জাতীয় উদ্যান থেকে একটা শোভাযাত্রা গতকাল উপজেলার সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় উদ্যানে ইউএনও মুনতাসির জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খান। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলসহ অন্যরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪