Ajker Patrika

দেখা মিলতে পারে তারুণ্যের ঝলক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ মে ২০২২, ১১: ৩০
দেখা মিলতে পারে তারুণ্যের ঝলক

দুয়ারে কড়া নাড়ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। আগামী ২২ মে শুরু হচ্ছে ক্লে কোর্টের লড়াই, আগামীকাল থেকে বাছাই পর্ব। তর্কাতীতভাবে ‘লাল দুর্গের রাজা’ নাদাল ও শীর্ষ তারকা নোভাক জোকোভিচের পিঠেই থাকছে ফেবারিট তকমা। শতভাগ ফিট না হওয়ায় আরেক টেনিস নক্ষত্র রজার ফেদেরারকে অবশ্য দেখা যাবে না। তাই বলে পাদপ্রদীপের সব আলো নাদাল-জোকোভিচ কেড়ে নেবেন, তা নয়। এবারের প্রতিযোগিতায় পুরুষ একক ও দ্বৈতে ঝলক দেখাতে পারেন একাধিক তরুণ তুর্কি। তাঁরা বাজিমাত করে বনে যেতে পারেন ভবিষ্যতের মহাতারকা। এমন কজন সম্ভাবনাময় তরুণদের নিয়েই এ আয়োজন।

গ্র্যান্ড স্লামের মঞ্চে শুধু একক লড়াই নয়; দ্বৈত কিংবা মিশ্র দ্বৈতেও চোখ থাকে সবার। তেমনই একজন থানাসি কোক্কিনাকিস এবার রোলাঁ গারোর মঞ্চ কাঁপানোর অপেক্ষায়। ২০২২ সালকে কোক্কিনাকিসের চোটমুক্তির বছর বললে ভুল হবে না। দীর্ঘ দিন চোটের সঙ্গে লড়াই করা এই অস্ট্রেলিয়ান নিজ শহর অ্যাডিলেডে আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে বছর শুরু করেছেন। বর্তমানে ইতালিয়ান ওপেনেও আছেন দারুণ ছন্দে।

কার্লোস আলকারাজ কার্লোস আলকারাজ, দেশ: স্পেন, বয়স: ১৯ বছর 
এ বছরের অর্ধেকটা না যেতেই কার্লোস আলকারাজ উঁচিয়ে ধরেছেন চার-চারটি শিরোপা। উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের ছয়ে। কদিন আগে মাদ্রিদ ওপেন জয়ের পথে নাদাল ও জোকোভিচকে হারিয়ে তো টেনিসের ‘বিস্ময় বালক’ তকমা পেয়ে গেছেন। নাইকি-রোলেক্সের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড তাঁকে পৃষ্ঠপোষকতা করতে ছুটে এসেছে। এবার ফ্রেঞ্চ ওপেন জিতে গ্র্যান্ড স্লাম জয়ীদের দলে নাম লেখানোর পালা আলকারাজের। 

ইয়ান্নিক সিনার ইয়ান্নিক সিনার, দেশ: ইতালি, বয়স: ২০ বছর
কৈশোর পেরোনোর এক বছরও হয়নি। এখনই টেনিসের ভবিষ্যৎ হিসেবে শোনা যাচ্ছে ইয়ান্নিক সিনারের নাম। ২০০৭ সালে নোভাক জোকোভিচের পর সবচেয়ে তরুণ পুরুষ খেলোয়াড় হিসেবে ৫টি এটিপি সিঙ্গেলস শিরোপা জিতেছেন সিনার। দুর্দান্ত ব্যাকহ্যান্ডের সঙ্গে ভয়ডরহীন মানসিকতা তাঁর মূল শক্তি। তিন নক্ষত্র পরবর্তী মসনদ দখলের শুরুটা হতে পারে ফ্রেঞ্চ ওপেন থেকেই। 

টেলর ফ্রিট্‌জটেলর ফ্রিট্‌জ, দেশ: যুক্তরাষ্ট্র ,বয়স: ২৪ বছর
২০১৫ সাল থেকে নিজেকে উন্নতির শিখরে তোলার চেষ্টায় টেলর ফ্রিট্জ। আলকাজের মতো তিনিও এ বছর বড় চমক দেখিয়েছেন। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের ফাইনালে নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই মার্কিন তরুণ। কখনো গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ড পেরোতে না পারলেও এবার ফ্রিট্জকে নিয়ে অনেকে আশাবাদী। ১৯ বছর পুরুষ এককে যুক্তরাষ্ট্রের ফ্রেঞ্চ ওপেন জিততে না পারার আক্ষেপ ঘুচতে পারে তাঁর হাত ধরে। 

থানাসি কোক্কিনাকিস থানাসি কোক্কিনাকিস, দেশ: অস্ট্রেলিয়া, বয়স: ২৬ বছর
গ্র্যান্ড স্লামের মঞ্চে শুধু একক লড়াই নয়; দ্বৈত কিংবা মিশ্র দ্বৈতেও চোখ থাকে সবার। তেমনই একজন থানাসি কোক্কিনাকিস এবার রোলাঁ গারোর মঞ্চ কাঁপানোর অপেক্ষায়। ২০২২ সালকে কোক্কিনাকিসের চোটমুক্তির বছর বললে ভুল হবে না। দীর্ঘ দিন চোটের সঙ্গে লড়াই করা এই অস্ট্রেলিয়ান নিজ শহর অ্যাডিলেডে আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে বছর শুরু করেছেন। বর্তমানে ইতালিয়ান ওপেনেও আছেন দারুণ ছন্দে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত