Ajker Patrika

‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় কমিশন’

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৩: ৩৪
‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় কমিশন’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চায় বর্তমান নির্বাচন কমিশন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।

সংবিধানের শপথ অনুযায়ী আমরা কাজ করতে চাই। আমাদের কাছে কোনো নির্বাচনই পরীক্ষা নয়। প্রতিটি নির্বাচনই আমাদের কাছে গুরত্বপূর্ণ।’ গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন। 
তিনি আরও বলেন, ‘আগে কি ছিল ভবিষ্যতে কি আসবে জানি না। সুষ্ঠু নির্বাচন আমরা করে দেখাবোই। এটি আমার কাছে আমানত।

প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে, যা আমরা ঢাকা থেকে পর্যবেক্ষণ করব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তখনই নির্বাচন বন্ধ হয়ে যাবে।’ 
ইভিএম নিয়ে তিনি বলেন, ‘ইভিএময়ের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরাতে প্রত্যেক দলের এক্সপার্টদের সঙ্গে আমরা বসব।

সেটি নির্বাচনের ১৫ জুনের আগেও হতে পারে। প্রয়োজনে প্রতিটি রাজনৈতিক দল তাদের বিদেশি এক্সপার্টও আনতে পারেন। আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছি। তারপরও আগামী সংসদ নির্বাচনে কতটি আসনে ইভিএমএ নির্বাচন হবে তা সময়ই বলে দেবে।’ 

মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান। বক্তব্য দেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব নুরুজ্জামান তালুকদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম।

এর আগে বেলা ১১টার দিকে সময় জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে পৌঁছান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জানায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে পৌঁছান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত