Ajker Patrika

দোকানে ঢুকেই ক্রেতারা খোঁজেন ‘পুষ্পরাজ’

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১২: ০৪
দোকানে ঢুকেই ক্রেতারা খোঁজেন ‘পুষ্পরাজ’

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, চৌদ্দগ্রামের বিপণিবিতানগুলোতে ভিড় বাড়ছে। তেমন বিক্রিও বেড়েছে। এতে খুশি বিক্রেতারা। তাঁরা জানিয়েছেন, উপজেলার বাসিন্দাদের মধ্যে ভারত থেকে আসা ‘পুষ্পরাজ’ থ্রিপিস কেনার ধুম দেখা দিয়েছে। ক্রেতারা দোকানে এসেই এই পোশাক খুঁজছেন।

চৌদ্দগ্রাম বাজারের এমএম শপিং কমপ্লেক্সে সিলভার কয়েনের মালিক রাকিব ভূঁইয়া বলেন, দেশীয় পোশাকের মধ্যে শুধু সুতি টিস্যু ও কাঁচাবাদাম থ্রিপিসটি মার্কেটে ভালো চলছে। তবে পুরো মার্কেট দখল করে আছে ভারতের পুষ্পরাজ, চন্দ্রি, ডাকারা, পার্টিডাউন, সিলিকা সিল্ক, টিস্যু কারচুপি। তবে এর মধ্যে পুস্পরাজটিই বেশি চলছে। তিনি আরও বলেন, বিগত দুই বছরে করোনাকালে দোকান বন্ধ থাকায় ক্রেতারা পছন্দমতো পোশাক কিনতে পারেননি। এবার তাঁদের চাহিদা অনুযায়ী পোশাক কিনতে পারছেন।

এদিকে ক্রেতাদের দাবি, গত কয়েক বছরের তুলনায় পোশাকের দাম কয়েকগুণ বেশি। আর বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে পোশাকের দাম দ্বিগুণ। তাই খুচরা বাজারেও দাম বেড়েছে

চৌদ্দগ্রাম বাজারে কেনাকাটা করতে আসা শারমিন সুলতানা নামের এক তরুণী বলেন, গত দুটি বছর করোনার জন্য পছন্দের পোশাক কিনতে পারিনি। মার্কেটে এবার সুন্দর, ভালো পোশাক এসেছে। তবে দাম আগের তুলনায় অনেক বেশি। পছন্দের পোশাকের মধ্যে অবশ্যই তিনি পুস্পরাজকে প্রাধান্য দিচ্ছেন বলে জানান এই তরুণী।

আবদুল গণি শপিং কমপ্লেক্সে আসা কলেজছাত্রী নুসরাত জাহান বলেন, পছন্দের মধ্যে গারারা এবং পুস্পরাজকে প্রাধান্য দিচ্ছি। দেখতে সুন্দর, পরলেও ভালো লাগবে। তবে দাম বেশি।

ওই মার্কেটের রোজ ভিউ ফ্যাশনের মালিক কাজী মাসুম আজকের পত্রিকাকে বলেন, দেশি পোশাকের মধ্যে ওয়েস্টার্ন থ্রিপিস ও লং ফ্রকটা ভালো চলছে। বাচ্চাদের পোশাকের মধ্যে দেশীয় পোশাক-ফেন্সি ফ্রক ভালো চলছে। এ ছাড়া দেশীয় বুটিকস থ্রিপিস মোটামুটি চলছে। তবে ভারতীয় আইসি, কাতান, সারারা, গারারা পুষ্পরাজ পোশাকটি বেশি চলছে।

মিজান মার্কেটের রুদ্র ফ্যাশনের মালিক অপু সাহা বলেন, পাইকারি মার্কেটে পোশাকের দাম গত দুই বছরের চেয়েও দ্বিগুণ বেড়েছে। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। বাজারে ক্রেতাদের নজর এবার ভারতীয় পুস্পরাজের প্রতি।

ঈদের বাজার পরিস্থিতি নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ঈদে শপিং কমপ্লেক্সগুলোতে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সাদা পোশাকধারী পুলিশ মার্কেটগুলোতে টহল দিচ্ছে। সন্ধ্যার পর থেকে ক্রেতাদের নিরাপত্তার জন্য পোশাকধারী পুলিশ টহল দিচ্ছে। চাঁনরাত পর্যন্ত পুলিশের এ টহল অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত