Ajker Patrika

অন্তর্বিভাগের সেবা কার্যক্রম উদ্বোধন

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১০: ১৭
অন্তর্বিভাগের সেবা কার্যক্রম উদ্বোধন

চান্দিনা উপজেলার মহিচাইল ২০ শয্যার হাসপাতালে অন্তর্বিভাগের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

এ সময় বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। করোনা মোকাবিলায় বিভিন্ন দেশের তুলনায় আমরা এগিয়ে। এ পর্যন্ত দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি। টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। মহিচাইলের ২০ শয্যা হাসপাতালটি চালুর মাধ্যমে চান্দিনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাবে।’

অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাতেমা রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসেন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

২০০১ সালে উপজেলার মহিচাইলে ৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২০ শয্যার হাসপাতালটি নির্মিত হয়। ২০০৬ সালের সেপ্টেম্বরে হাসপাতালটি উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন সময় এর কার্যক্রম বন্ধ ছিল। হাসপাতালটিতে অন্তর্বিভাগ সেবা, পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম ছিল না। কমিউনিটি ক্লিনিকের মতো সেবা দিয়ে আসছিল ২০ শয্যার হাসপাতালটি। গতকাল অন্তর্বিভাগ উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালে ২৪ ঘণ্টা রোগীর সেবা মিলবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত